বিজনেস আওয়ার ডেস্ক: দক্ষিণ কোরিয়া সংসদে কুকুরের মাংস খাওয়া ও বিক্রি বন্ধ করার জন্য ভোট দেবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সময় আজ মঙ্গরবার এই ভোট অনুষ্ঠিত হবে। এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে প্রাণীদের কল্যাণের প্রতি সমর্থন জানিয়ে দেশটির শতাব্দী-প্রাচীন বিতর্কিত অভ্যাসের অবসান ঘটাবে।
এক সময় গ্রীষ্মে শরীরের শক্তি বৃদ্ধির উপায় হিসেবে কুকুরের মাংস খাওয়া হতো কোরিয়ায়। কুকুরের মাংস গত কয়েক দশক ধরে রাতের খাবারের তালিকার বাইরে পড়ে গেছে। বিশেষ করে তরুণরা এটা পরিহার করছে।
নতুন আইনটিতে, খাওয়ার জন্য কুকুর পালন বা জবাই করা নিষিদ্ধ হবে। এর মধ্যে কুকুরের মাংস বিতরণ বা বিক্রি নিষিদ্ধের বিষয়টিও অর্ন্তভূক্ত। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জেলে পাঠানোর বিধান রাখা হয়েছে আইনটিতে।
যারা বিক্রির জন্য কুকুর জবাই করবে তাদের তিন বছরের কারাদণ্ড এবং মাংসের জন্য কুকুর পালন করবে তাদের সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়া বেআইনি বলে ঘোষণা করা হয়নি আইনটিতে।
নতুন আইনটি তিন বছরের মধ্যে কার্যকর হবে। এই সময়ের মধ্যে কুকুরের কৃষক এবং রেস্তোঁরা মালিকদের কর্মসংস্থান ও আয়ের বিকল্প উৎস খুঁজে নিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে তাদের ব্যবসা বন্ধ করার জন্য একটি পরিকল্পনা জমা দিতে হবে।
বিজনেস আওয়ার/বিএইচ