বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের ২১টি কোম্পানির মধ্যে বহুজাতিক বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ও ইউনিলিভার কেয়ার ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানি। বাকি ১৯টি কোম্পানি জুন ক্লোজিংয়ের। যার মধ্যে ৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছর যে পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল, এবছর ডিভিডেন্ড কমিয়ে দিয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো- ফাইন ফুডস, গোল্ডেন হার্ভেস্ট ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম।
ফাইন ফুডস: ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.০২টাকা।
অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০.৫৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১০.৬৩ টাকা।
গোল্ডেন হার্ভেস্ট: ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.০২ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৪ টাকা।
অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৪০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১৩.৫২ টাকা।
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম: ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ডিভেডেন্ড দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.২৪ টাকা। আগের বছর ইপিএস ছিল ১.৪৩ টাকা।
অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২.৯৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১২.৯০ টাকা।
বিজনেস আওয়ার/এএইচএ