ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সব ধরনের রক্ত রোগ নির্ণয়ে দেশে প্রথম ‘ক্যাল ৮০০০’ মেশিন

  • পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • 121

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্লাড ক্যান্সারসহ সব ধরনের রক্তরোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির ‘ক্যাল ৮০০০’ মেশিনের কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মেশিন শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে।

বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ল্যাবরেটরি মেডিসিন বিভাগে এই মেশিন স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ মেশিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

নতুন এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিভিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ উইথ ইএসআর, ১২০টি সিভিসি ডিআইএফএফ আরইটি ও ৪০টি বডি ফ্লুইড পরীক্ষাসহ এ ধরনের বহুমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, জনসম্পৃক্ত এবং রোগীদের উপকার হয় এমন গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। ব্যয় বহুল চিকিৎসাসেবাও স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। প্রতিটি বিভাগের উন্নয়ন করা হচ্ছে।

উপাচার্য বলেন, গবেষণা কার্যক্রমেও আমরা অতীতের তুলনায় অনেক ভালো করছি। গবেষণা কার্যক্রমে আরো ভালো করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটোরি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল। স্বাগত বক্তব্য রাখেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সব ধরনের রক্ত রোগ নির্ণয়ে দেশে প্রথম ‘ক্যাল ৮০০০’ মেশিন

পোস্ট হয়েছে : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ব্লাড ক্যান্সারসহ সব ধরনের রক্তরোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির ‘ক্যাল ৮০০০’ মেশিনের কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মেশিন শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে।

বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ল্যাবরেটরি মেডিসিন বিভাগে এই মেশিন স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ মেশিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

নতুন এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিভিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ উইথ ইএসআর, ১২০টি সিভিসি ডিআইএফএফ আরইটি ও ৪০টি বডি ফ্লুইড পরীক্ষাসহ এ ধরনের বহুমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, জনসম্পৃক্ত এবং রোগীদের উপকার হয় এমন গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। ব্যয় বহুল চিকিৎসাসেবাও স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। প্রতিটি বিভাগের উন্নয়ন করা হচ্ছে।

উপাচার্য বলেন, গবেষণা কার্যক্রমেও আমরা অতীতের তুলনায় অনেক ভালো করছি। গবেষণা কার্যক্রমে আরো ভালো করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটোরি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল। স্বাগত বক্তব্য রাখেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: