ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই পারি: চুন্নু

  • পোস্ট হয়েছে : ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই পারি। গত সংসদেও আমি একাই অনেক কথা বলেছি, এবারো করব। এতে তো কোনো বাধা নেই!

বুধবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন চুন্নু।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিরোধী দল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আবারো বসবো, তখন একটা পরিষ্কার ধারণা আপনাদের দিতে পারব।

আপনাদের দলের নেতারা অভিযোগ করছেন, এ সংসদে যদি আপনারা যোগ দেন তাহলে জাতীয় পার্টির কবর রচনা হবে। কার্যালয় দখলের কথাও বলেছেন তারা- এ প্রসঙ্গে তিনি বলেন, দলের মধ্যে অনেক পথের মুরিদ থাকে। নির্বাচনে অনেক প্রার্থী ছিলেন, প্রশাসনের কোনো সহযোগিতা পাননি। টাকার দৌরাত্ম্যের কারণে আমাদের প্রার্থীরা টিকতে পারেননি। এসব কারণে তাদের মধ্যে ক্ষোভ আছে। কাজেই বলতেই পারেন, বলাটা অস্বাভাবিক কিছু না।

এর আগে দুই সংসদে আপনারা বিরোধী দল ছিলেন। আপনাদের আসন সংখ্যা ছিল ২৩-এর উপরে, এবার আপনাদের আসন সংখ্যা ১১, যদি সমন্বিত বিরোধী দলও হয়, আপনারা কি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারবেন। সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেন তিনি।

চুন্নু বলেন, সরকারের সমালোচনা, ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া, এর জন্য গ্রুপ লাগে না। আমরা একাই করতে পারি। গত সংসদেও আমি একা অনেক কথা বলেছি, এবারো করব। এতে তো কোনো বাধা নেই! বিরোধী দলের গ্রুপ থাকলেই যে কথা বলা যাবে তা তো না। এটা হচ্ছে ইচ্ছা ও দায়িত্ববোধ।

চুন্নু বলেন, এটা একটা টেকনিক্যাল বিষয়, সংসদে বিরোধী দল হতে গেলে কার্যবিধি অনুযায়ী ২৫ জন এমপির বিষয় আছে। যেহেতু আমাদের ২৫ জন নেই, সেখানে আমরা হবো- হতেই পারব এমন কোনো কথা নেই, তবে কথা চলছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই পারি: চুন্নু

পোস্ট হয়েছে : ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই পারি। গত সংসদেও আমি একাই অনেক কথা বলেছি, এবারো করব। এতে তো কোনো বাধা নেই!

বুধবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন চুন্নু।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিরোধী দল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আবারো বসবো, তখন একটা পরিষ্কার ধারণা আপনাদের দিতে পারব।

আপনাদের দলের নেতারা অভিযোগ করছেন, এ সংসদে যদি আপনারা যোগ দেন তাহলে জাতীয় পার্টির কবর রচনা হবে। কার্যালয় দখলের কথাও বলেছেন তারা- এ প্রসঙ্গে তিনি বলেন, দলের মধ্যে অনেক পথের মুরিদ থাকে। নির্বাচনে অনেক প্রার্থী ছিলেন, প্রশাসনের কোনো সহযোগিতা পাননি। টাকার দৌরাত্ম্যের কারণে আমাদের প্রার্থীরা টিকতে পারেননি। এসব কারণে তাদের মধ্যে ক্ষোভ আছে। কাজেই বলতেই পারেন, বলাটা অস্বাভাবিক কিছু না।

এর আগে দুই সংসদে আপনারা বিরোধী দল ছিলেন। আপনাদের আসন সংখ্যা ছিল ২৩-এর উপরে, এবার আপনাদের আসন সংখ্যা ১১, যদি সমন্বিত বিরোধী দলও হয়, আপনারা কি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারবেন। সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেন তিনি।

চুন্নু বলেন, সরকারের সমালোচনা, ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া, এর জন্য গ্রুপ লাগে না। আমরা একাই করতে পারি। গত সংসদেও আমি একা অনেক কথা বলেছি, এবারো করব। এতে তো কোনো বাধা নেই! বিরোধী দলের গ্রুপ থাকলেই যে কথা বলা যাবে তা তো না। এটা হচ্ছে ইচ্ছা ও দায়িত্ববোধ।

চুন্নু বলেন, এটা একটা টেকনিক্যাল বিষয়, সংসদে বিরোধী দল হতে গেলে কার্যবিধি অনুযায়ী ২৫ জন এমপির বিষয় আছে। যেহেতু আমাদের ২৫ জন নেই, সেখানে আমরা হবো- হতেই পারব এমন কোনো কথা নেই, তবে কথা চলছে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: