বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ডিএসইর নিয়ার ডিজাস্টার রিকোভারি (এনডিআর) স্থাপন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এনডিআর প্রযুক্তিগত দুর্ঘটনা হতে ডিএসইর ট্রেডিং সিস্টেমের তথ্যগুলো সুরক্ষিত রাখবে।
বুধবার (১০ জানুয়ারি) ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টারের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সে সময় তিনি এসব কথা বলেন।
ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ডিজাস্টার রিকোভারি সেন্টার (ডিআরএস) এবং এনডিআর সেন্টার স্থাপনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে। পাশাপাশি ট্রেডিং প্লাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটিক ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ নভেম্বর ২০২৩ তারিখে নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ১০৬ রেক সম্বলিত অত্যাধুনিক নতুন ডাটা সেন্টার চালু করা হয়েছে। চালুর পর থেকেই নতুন ডেটা সেন্টারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এর বাইরেও ডিএসই কাওরান বাজারের আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে নিয়ার ডিজাস্টার রিকোভারি (এনডিআর) সেন্টারের অবকাঠামো তৈরি করেছে।
এ সময় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এনডিআর’র কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রুবাবা দৌলা, ব্যবস্থাপনা পরিচারক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ-সহ আইসিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিজনেস আওয়ার/এএইচএ