বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসির অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বৃহষ্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
গত ১২ ডিসেম্বর রূপালী ব্যাংকের শেয়ার দর ছিল ২৬.৩০ টাকায়। আর ১০ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৭.৬০ টাকায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারের দাম বেড়েছে ১১.৩০ টাকা বা ৪৩ শতাংশ।
বিজনেস আওয়ার/এএইচএ