ঢাকা , বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আ.লীগ কর্মী বরুন কুমারকে হত্যার ঘটনায় গ্রেফতার ৬

  • পোস্ট হয়েছে : ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 42

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী ও নৌকার সমর্থক বরুন কুমার ঘোষকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মামলার এজাহার নামীয় আসামি কাত্তিক ঘোষ, তার ছেলে কল্লোল ঘোষ, সবুজ হোসেনসহ সন্দহেজনক আয়ুব আলী, হাত কাটা তরুন ও মুন্না হোসেন। এদের বাড়ি শহরের হামদহ ঘোষপাড়া, হামদহ ও ব্যাপাড়িপাড়াতে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যা মামলার এজাহার ও সন্ধিগ্ধ আসামিরা শহরের হামদহ ও ব্যাপারীপাড়ায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে কার্তিক ঘোষ,কল্লোল ঘোষ, সবুজ হোসেন, আইয়ুব আলী, মুন্না হোসেন ও হাতকাটা তরুনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হচ্ছে বলে আরও জানান।

এর আগে বুধবার রাতে নিহত বরুন ঘোষের স্ত্রী টুম্পা রানী বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য- গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে বের হয়ে চা খেতে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে হত্যা করে। নিহত বরুন ঘোষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র সমর্থক ছিলেন বলে পরিবারের দাবি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঝিনাইদহে আ.লীগ কর্মী বরুন কুমারকে হত্যার ঘটনায় গ্রেফতার ৬

পোস্ট হয়েছে : ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী ও নৌকার সমর্থক বরুন কুমার ঘোষকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মামলার এজাহার নামীয় আসামি কাত্তিক ঘোষ, তার ছেলে কল্লোল ঘোষ, সবুজ হোসেনসহ সন্দহেজনক আয়ুব আলী, হাত কাটা তরুন ও মুন্না হোসেন। এদের বাড়ি শহরের হামদহ ঘোষপাড়া, হামদহ ও ব্যাপাড়িপাড়াতে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যা মামলার এজাহার ও সন্ধিগ্ধ আসামিরা শহরের হামদহ ও ব্যাপারীপাড়ায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে কার্তিক ঘোষ,কল্লোল ঘোষ, সবুজ হোসেন, আইয়ুব আলী, মুন্না হোসেন ও হাতকাটা তরুনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হচ্ছে বলে আরও জানান।

এর আগে বুধবার রাতে নিহত বরুন ঘোষের স্ত্রী টুম্পা রানী বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উল্লেখ্য- গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে বের হয়ে চা খেতে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে হত্যা করে। নিহত বরুন ঘোষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র সমর্থক ছিলেন বলে পরিবারের দাবি।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: