ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইজমানিও থাকছে প্রেসিডেন্টস কাপে

  • পোস্ট হয়েছে : ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • 50

স্পোর্টস ডেস্ক: টাইগার ক্রিকেটারদেরকে তিন দলে ভাগ করে আয়োজন করা প্রেসিডেন্টস কাপের আসর আসলে ওয়ার্মআপ, মাঠে ক্রিকেট ফেরানোর আসর। এতে প্রাইজমানি মুখ্য নয় বলেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে শেষ খবর হলো, বিসিবি ঐ অবস্থান থেকে সরে এসেছে। শেষপর্যন্ত এই ক্রিকেটকে মাঠে ফেরানোর আসরকে আকর্ষণীয় ও উপভোগ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। খুব বেশি না হলেও প্রাইজমানি আর ব্যক্তিগত পুরস্কারও থাকছে প্রেসিডেন্টস কাপে।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, আমরা প্রেসিডেন্টস কাপকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলার সম্ভাব্য সবরকম চেষ্টাই করছি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি থাকবে। এছাড়া ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি নগদ অর্থও দেয়া হবে।

গুঞ্জন, চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ আর রানার্সআপকে ১০ লাখ টাকা দেয়া হবে। আর ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টও পাবেন অর্থ পুরস্কার। তবে বিসিবি সিইও বলেন, আমরা প্রাইজমানি দেবো। কিন্তু কত দেবো, সেটা বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে। এই মুহুর্তে বলা সম্ভব নয়।

এদিকে আগামীকাল রোববার শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভের মাধ্যমে। বিসিবি থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, টুর্নামেন্ট এর প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রাইজমানিও থাকছে প্রেসিডেন্টস কাপে

পোস্ট হয়েছে : ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: টাইগার ক্রিকেটারদেরকে তিন দলে ভাগ করে আয়োজন করা প্রেসিডেন্টস কাপের আসর আসলে ওয়ার্মআপ, মাঠে ক্রিকেট ফেরানোর আসর। এতে প্রাইজমানি মুখ্য নয় বলেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে শেষ খবর হলো, বিসিবি ঐ অবস্থান থেকে সরে এসেছে। শেষপর্যন্ত এই ক্রিকেটকে মাঠে ফেরানোর আসরকে আকর্ষণীয় ও উপভোগ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। খুব বেশি না হলেও প্রাইজমানি আর ব্যক্তিগত পুরস্কারও থাকছে প্রেসিডেন্টস কাপে।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, আমরা প্রেসিডেন্টস কাপকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তোলার সম্ভাব্য সবরকম চেষ্টাই করছি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি থাকবে। এছাড়া ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি নগদ অর্থও দেয়া হবে।

গুঞ্জন, চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ আর রানার্সআপকে ১০ লাখ টাকা দেয়া হবে। আর ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টও পাবেন অর্থ পুরস্কার। তবে বিসিবি সিইও বলেন, আমরা প্রাইজমানি দেবো। কিন্তু কত দেবো, সেটা বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেয়া হবে। এই মুহুর্তে বলা সম্ভব নয়।

এদিকে আগামীকাল রোববার শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভের মাধ্যমে। বিসিবি থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, টুর্নামেন্ট এর প্রতিটি খেলা ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ হতে সরাসরি সম্প্রচার করা হবে।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: