বিজনেস আওয়ার প্র্রতিবেদক: আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। তার আগে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ম্যাচের টিকিট বিক্রি। এছাড়া প্রতি ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কিনতে পারবেন দর্শকরা। আগামী ১৯ জানুয়ারি শুক্রবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর দুর্দান্ত ঢাকার লড়াই দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের।
ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা এ প্রচন্ড শীতের মধ্যেও মাঠে গিয়ে খেলা দেখতে মুখিয়ে আছেন, তাদের জন্য সুখবর, আগামী কাল ১৬ জানুয়ারি থেকেই টিকিট বিক্রি শুরু ।
বিপিএলের টিকিটের মূল্য নির্ধারিত হয়ে গেছে। সবচেয়ে কম ২০০ টাকা প্রবেশ মূল্যে প্রতিদিনের দুটি করে ম্যাচ দেখা যাবে।
আগামী কাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর সেটডিয়াম এবং শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটে টিকিট পাওয়া যাবে।
টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা ও পূর্ব গ্যালারি ২০০ টাকা
বিজনেস আওয়ার/বিএইচ