বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ টাকা ৮০ পয়সা। এর পর থেকেই থেকেই ঊর্ধ্বমুখী শেয়ারটির দাম। ১৪ ডিসেম্বর শেয়ারটি সর্বোচ্চ ২৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। সর্বশেষ গতকাল শেয়ারদর দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ২০ থেকে ২৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের দাম ছিল ১৯.০৮ টাকা। আর ১৫ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪.৪০ টাকা। মাত্র ৪ কর্যদিবসে শেয়ারদর বেড়েছে ৫.৩২ টাকা। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
বিজনেস আওয়ার/এএইচএ