বিজনেস আওয়ার প্রতিবেদক: মুন্সীগঞ্জে তিন নারী ও দুই যুবকসহ পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তারা গ্রেপ্তার হন।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন- সালামত উল্লাহ (১৮), মো. আইয়াজ (৩২), জেসমিন নুর (২৬), আয়শা (২০) ও রোজিনা (১৮)। এরা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর বাসিন্দা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো. রফিক জানান, গ্রেপ্তার রোহিঙ্গাদের সঙ্গে থাকা লাল এবং নীল রঙের শপিং ব্যাগের ভেতরে ৮০ পোটলা এবং তাদের দুইটি হাত ব্যাগের ভেতর থেকে ৫৪টি কালো রঙের ও ২৭টি কমলা রঙের পোটলা থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, ইয়াবা পাচাঁর করার জন্য তারা মুন্সীগঞ্জে এসেছিলেন।
জেলা গোয়েন্দা জানান, বিকেলে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিজনেস আওয়ার/বিএইচ