ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কারণ ছাড়াই বাড়ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর

  • পোস্ট হয়েছে : ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • 60

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম ছিল ২৭.৩০ টাকায়। আর ১৬ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬ টাকায়। অর্থাৎ গত ৬ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৮.৭০ টাকা বা ৩১.৮৭ শতাংশ। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে সিএসই।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কারণ ছাড়াই বাড়ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর

পোস্ট হয়েছে : ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ নেই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম ছিল ২৭.৩০ টাকায়। আর ১৬ জানুয়ারি লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬ টাকায়। অর্থাৎ গত ৬ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৮.৭০ টাকা বা ৩১.৮৭ শতাংশ। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে সিএসই।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: