ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুখ্য সচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রত্যয় সাক্ষাৎ

  • পোস্ট হয়েছে : ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • 73

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং নতুন সরকারের সাথে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন।

বৃহস্পতিবার (১৮জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি তাকে অনুরোধ করেন।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান সৌজন্য সাক্ষাৎ করেন।

মার্টিন হল্টমানকে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসি-এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসি এর সহযোগিতার অনুরোধ করেন। আইএফসি এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি র জনগণকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন।

পৃথক সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালযয়ে উপস্থিত ছিলেন, চীন দূতাবাস এবং আইএফসি-এর কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুখ্য সচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের প্রত্যয় সাক্ষাৎ

পোস্ট হয়েছে : ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং নতুন সরকারের সাথে বিভিন্ন সেক্টরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন।

বৃহস্পতিবার (১৮জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে চীনের উল্লেখযোগ্য ভূমিকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি তাকে অনুরোধ করেন।

পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান সৌজন্য সাক্ষাৎ করেন।

মার্টিন হল্টমানকে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি’ বাস্তবায়নে আইএফসি-এর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বাংলাদেশে রিভারাইন অভিগম্যতা বাড়ানো এবং বন্দর ও জেটি নির্মাণে আইএফসি এর সহযোগিতার অনুরোধ করেন। আইএফসি এর কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান বাংলাদেশের আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি র জনগণকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন।

পৃথক সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর কার্যালযয়ে উপস্থিত ছিলেন, চীন দূতাবাস এবং আইএফসি-এর কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: