ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডকে হারিয়েছে স্পেন

  • পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • 31

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের তৃতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে জয়রথ ছুটিয়েই চলেছে স্পেন। এদিন রিয়াল মাদ্রিদের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে মিকেল ওয়ারজাবালের করা একমাত্র গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসবাহিনী। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয় নিয়ে শীর্ষেই অবস্থান করছিল তারা।

এদিন ম্যাচের অধিনাংশ সময় নিজেদের দখলেই বল রেখেছিল লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের প্রায় ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১২টি শট নেয় সুইসদের গোল বরাবর। আর সেই সঙ্গে ১০টি গোলের সুযোগও তৈরি করে স্পেন। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল ব্যবধান বাড়েনি রোজাব্ল্যাঙ্কোদের।

ম্যাচের ১৪ মিনিটে মিডফিল্ডার মিকেল মেরিনো দুর্দান্ত এক পাস দেন স্পেন স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালের উদ্দেশে। আর ডি বক্সের ভেতরে এক চুল ভুল করেন ওয়ারজাবাল, তাতেই ম্যাচে ১-০’তে এগিয়ে যায় স্পেন। এভাবে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

বিজনেস আওয়ার/১১ অক্টবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সুইজারল্যান্ডকে হারিয়েছে স্পেন

পোস্ট হয়েছে : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের তৃতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে জয়রথ ছুটিয়েই চলেছে স্পেন। এদিন রিয়াল মাদ্রিদের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে মিকেল ওয়ারজাবালের করা একমাত্র গোলে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসবাহিনী। প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয় নিয়ে শীর্ষেই অবস্থান করছিল তারা।

এদিন ম্যাচের অধিনাংশ সময় নিজেদের দখলেই বল রেখেছিল লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের প্রায় ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১২টি শট নেয় সুইসদের গোল বরাবর। আর সেই সঙ্গে ১০টি গোলের সুযোগও তৈরি করে স্পেন। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল ব্যবধান বাড়েনি রোজাব্ল্যাঙ্কোদের।

ম্যাচের ১৪ মিনিটে মিডফিল্ডার মিকেল মেরিনো দুর্দান্ত এক পাস দেন স্পেন স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালের উদ্দেশে। আর ডি বক্সের ভেতরে এক চুল ভুল করেন ওয়ারজাবাল, তাতেই ম্যাচে ১-০’তে এগিয়ে যায় স্পেন। এভাবে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

বিজনেস আওয়ার/১১ অক্টবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: