বিজনেস আওয়ার ডেস্ক: ভারত-মিয়ানমার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি। মিয়ানমারে বিদ্রোহীদের হামলার মুখে শতাধিক সেনা ভারতে পালিয়ে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এ তথ্য জানিয়েছেন।
আসাম পুলিশ কম্যান্ডোদের পাসিং আউট প্যারেডে অমিত শাহ বলেছেন, ‘বাংলাদেশ সীমান্তের মতো মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা করা হবে।’ গত তিন মাসে মিয়ানমারের প্রায় ৬০০ সেনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা মিজোরামের লংটলাই জেলায় শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছে।
মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষ বিনা ভিসায় একে অন্যের দেশে যাতায়াত করতে পারেন। একে ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর বলা হয়। কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি বিনা ভিসায় দুই দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করা হবে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাসিন্দাদের ভারতে প্রবেশের জন্য শিগগিরই ভিসার বিধান চালু করা হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
বিজনেস আওয়ার/বিএইচ