বিজনেস আওয়ার প্রতিবেদক: পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২২-২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩৫% হারে নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়েছে।
পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মোঃ নূরুল আলম সভায় সভাপতিত্ব করেন।
কোম্পানির পরিচালক বাসুদেব গাঙ্গুলী, কাজী মোঃ আনোয়ারুল হাকিম, কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, সুজাদুর রহমান, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান মোঃ নূরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। পরিশেষে চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিজনেস আওয়ার/বিএইচ