ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • 57

বিজনেস আওয়ার প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে খাদ্য মজুদ করে কৃত্রিম মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে জনগণের ভোগান্তি কখনোই মেনে নেওয়া হবে না। প্রতিটি জেলায় খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ডিআইজি আনিসুর রহমান ও পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বক্তব্য দেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, খাদ্য বিভাগের কর্মকর্তা ও খাদ্য ব্যবসায়ী ও মিলাররা উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে খাদ্য মজুদ করে কৃত্রিম মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ী ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করে জনগণের ভোগান্তি কখনোই মেনে নেওয়া হবে না। প্রতিটি জেলায় খাদ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, ডিআইজি আনিসুর রহমান ও পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বক্তব্য দেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, খাদ্য বিভাগের কর্মকর্তা ও খাদ্য ব্যবসায়ী ও মিলাররা উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: