ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতির কারণে দেশে প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না: সৈয়দ ফয়জুল করীম

  • পোস্ট হয়েছে : ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে রাজনীতিকে ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে। অতীতের রাজনীতিবিদরা এমন ছিলেন না। অথচ ভারতের অনেক রাজনীতিবিদ দেশপ্রেমিক ও মিতব্যয়ী।

তিনি বলেন, আন্তর্জাতিক অসহযোগিতার পরও আফগানিস্তানে উন্নয়ন হচ্ছে। আমাদের দেশে সেরকম প্রত্যাশিত উন্নয়ন ও বরকত হচ্ছে না কেবলমাত্র দুর্নীতির কারণে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ ফয়জুল করীম বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী বলেছেন বাজেটে ৯০ শতাংশ টাকা মূল কাজে পৌঁছে না। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছিলেন, বছরে যে দুর্নীতি হয় তা দিয়ে ২টা পদ্মা সেতু করা যায়। কথায় আছে, যে গাছে চোরের হাত লাগে ওই গাছে ফসল হয় না। ঠিক রাষ্ট্রে চুরির কারণে কোনো বরকত ও উন্নয়ন হচ্ছে না। আফগানিস্তানে বিদেশিদের অসহযোগিতার পরও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। তারা অনেক খনির সন্ধান পেয়েছে।

ইসলামী আন্দোলনের এ সিনিয়র নেতা আরও বলেন, শিক্ষা ছাড়া ইসলাম চলতে পারে না। পাশ্চাত্যরা জানে জন্ম গুরুত্বপূর্ণ বিষয় নয়, মূল হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা সংস্কৃতি পরিবর্তন করা গেলে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে। এজন্য মুসলমানদের বিরোধীরা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, ইসলামের সূচনায় পড়ার কথা বলা হয়েছে। শিক্ষা সংস্কৃতিতে ইসলাম থাকলে চুরি, ডাকাতি, রাহাজানি, দুর্নীতি, ব্যাংক ডাকাতি ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হতো না। বাংলাদেশে যদি ইসলামকে প্রতিষ্ঠা করা যায় তবে এদেশে ৭০ গুণ উন্নয়ন হবে। বাংলাদেশে মানুষের খনি হলেও মানবসম্পদকে যথাযথভাবে প্রস্তুত না করার কারণে মানুষ সম্পদের পরিবর্তে আজ বোঝায় পরিণত হয়েছে।

নগর পূর্বের সভাপতি মুহাম্মাদ ইউসুফ পিয়াসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির, মহানগর ইসলামী আন্দোলন নেতা এম এম শোয়াইব প্রমুখ।

সম্মেলনে এম জসিম খানকে সভাপতি, মুহাম্মাদ মাইনুল ইসলামকে সহ-সভাপতি এবং মুহাম্মাদ রিদওয়ান খান রিয়াদকে সাধারণ সম্পাদক করে মহানগর পূর্বের ২০২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুর্নীতির কারণে দেশে প্রত্যাশিত উন্নয়ন হচ্ছে না: সৈয়দ ফয়জুল করীম

পোস্ট হয়েছে : ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে রাজনীতিকে ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে। অতীতের রাজনীতিবিদরা এমন ছিলেন না। অথচ ভারতের অনেক রাজনীতিবিদ দেশপ্রেমিক ও মিতব্যয়ী।

তিনি বলেন, আন্তর্জাতিক অসহযোগিতার পরও আফগানিস্তানে উন্নয়ন হচ্ছে। আমাদের দেশে সেরকম প্রত্যাশিত উন্নয়ন ও বরকত হচ্ছে না কেবলমাত্র দুর্নীতির কারণে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ ফয়জুল করীম বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী বলেছেন বাজেটে ৯০ শতাংশ টাকা মূল কাজে পৌঁছে না। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছিলেন, বছরে যে দুর্নীতি হয় তা দিয়ে ২টা পদ্মা সেতু করা যায়। কথায় আছে, যে গাছে চোরের হাত লাগে ওই গাছে ফসল হয় না। ঠিক রাষ্ট্রে চুরির কারণে কোনো বরকত ও উন্নয়ন হচ্ছে না। আফগানিস্তানে বিদেশিদের অসহযোগিতার পরও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। তারা অনেক খনির সন্ধান পেয়েছে।

ইসলামী আন্দোলনের এ সিনিয়র নেতা আরও বলেন, শিক্ষা ছাড়া ইসলাম চলতে পারে না। পাশ্চাত্যরা জানে জন্ম গুরুত্বপূর্ণ বিষয় নয়, মূল হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা সংস্কৃতি পরিবর্তন করা গেলে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে। এজন্য মুসলমানদের বিরোধীরা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি বলেন, ইসলামের সূচনায় পড়ার কথা বলা হয়েছে। শিক্ষা সংস্কৃতিতে ইসলাম থাকলে চুরি, ডাকাতি, রাহাজানি, দুর্নীতি, ব্যাংক ডাকাতি ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হতো না। বাংলাদেশে যদি ইসলামকে প্রতিষ্ঠা করা যায় তবে এদেশে ৭০ গুণ উন্নয়ন হবে। বাংলাদেশে মানুষের খনি হলেও মানবসম্পদকে যথাযথভাবে প্রস্তুত না করার কারণে মানুষ সম্পদের পরিবর্তে আজ বোঝায় পরিণত হয়েছে।

নগর পূর্বের সভাপতি মুহাম্মাদ ইউসুফ পিয়াসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির, মহানগর ইসলামী আন্দোলন নেতা এম এম শোয়াইব প্রমুখ।

সম্মেলনে এম জসিম খানকে সভাপতি, মুহাম্মাদ মাইনুল ইসলামকে সহ-সভাপতি এবং মুহাম্মাদ রিদওয়ান খান রিয়াদকে সাধারণ সম্পাদক করে মহানগর পূর্বের ২০২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: