বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর,২৩) ও ছয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্র
রোববার (২৮ জানুয়ারি) ঢাকা (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১৪.২২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৯৪.৪৫ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ১৯.৭৭ টাকা বা ২০.৯৩ শতাংশ বেড়েছে।
এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪.৯৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩০.৯৩ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৪ টাকা বা ১২.৯৩ শতাংশ কমেছে।
৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২২৮.৭০ টাকা।
বিজনেস আওয়ার/এএইচএ