বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫৫টি বা ৬৪.৭২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৪০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৩.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ১৬.২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি থাই ফুড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেএমআই সিরিঞ্জের ৯.৯৯ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৯৬ শতাংশ, বিএসআরএম স্টিলের ৯.৯০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৯.৮৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৮৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৮৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৮৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৮৬ শতাংশ এবং আরামিট সিমেন্টের ৯.৮৫ শতাংশ।
বিজনেস আওয়ার/এএইচএ