বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩২ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আজ বিকেলে প্রকাশিত হবে। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস, শাশা ডেনিম লিমিটেড, হাওয়া ওয়েল টেক্সটাইলস, তমিজউদ্দিন টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, ফাইন ফুডস লিমিটেড, ওআইমেক্ম ইলেকট্রোডস, ফু-ওয়াং ফুডস, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ইনফর্মেশন সার্ভিসেস, ন্যাশনাল ফীড মিল, যমুনা অয়েল, ঢাকা ডাইং, কনফিডেন্স সিমেন্ট, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, লিগাসি ফুটওয়ার, স্টাইলক্রাফট, আমান কটন ফাইবার্স লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, এএস স্টিল, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইলস, গোল্ডেন সন, দুলামিয়া কটন, সেন্ট্রাল ফার্মা, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
বিজনেস আওয়ার/এএইচএ