আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৫ বছরের জন্য মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হলেন সুলতান ইব্রাহিম। বুধবার কুয়ালালামপুরে জাতীয় প্রাসাদে শপথ নেওয়ার পর তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ায় ১৩টি প্রদেশের ৯টি’র প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজ পরিবার রয়েছে। এই পরিবারের প্রধানরাই পর্যায়ক্রমে রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। সুলতান ইব্রাহিম দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের রাজ পরিবারের কর্তা। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই প্রথা চালু রয়েছে দেশটিতে। দেশটিতে রাজতন্ত্রের ভূমিকা অনেকটা আনুষ্ঠানিক। কিন্তু গত কয়েক বছরে দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে রাজতন্ত্রের প্রভাব বেড়েছে।
স্পষ্টভাষী বক্তা হিসেবে সুলতান ইব্রাহিমের খ্যাতি রয়েছে তার। তিনি আল-সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করলেন এবং মালয়েশিয়ার ১৭ তম রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন।
বিজনেস আওয়ার/এএইচএ