ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্স-পর্তুগাল লড়াই গোলশূন্য ড্র

  • পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • 52

স্পোর্টস ডেস্ক: ফ্রান্স ও পর্তুগালের হাই ভোল্টেজ এম্যাচকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল সম্প্রতি সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে। অন্যদিকে তারকায় ভরা ফ্রান্স দল আছে অকল্পনীয় ফর্মে।

ম্যাচের ২০ মিনিট অতিক্রম করতেই ফ্রান্সের রক্ষণকে চেপে ধরে পর্তুগাল। আর দরুণ ম্যাচের ২৪ মিনিটে গোলের দুর্দান্ত সুযোগ আসে পর্তুগিজদের সামনে তবে লুকাস হার্নান্দেজের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে এ যাত্রায় রক্ষা পায় ফ্রান্স।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোলের বেশ কাছেই পৌঁছে গিয়েছিল পর্তুগাল তবে জাও ফেলিক্স বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হলে এ যাত্রায়ও রক্ষা পায় ফ্রান্স। তবে জাও ফেলিক্স বলটিতে পা না ছোঁয়ালেই বরংচ গোলের আরও বড় সুযোগ পেত পর্তুগিজরা।

দুর্দান্ত এই ম্যাচে প্রায় ৫১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল পর্তুগিজরা। আর ৪৯ শতাংশ বল ছিল ফ্রান্সের দখলে। আর ম্যাচজুড়ে গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও ফ্রান্সকে পেছনে ফেলেছে রোনালদোরা।

রোনালদোদের ১০টি গোল অভিমুখে শটের বিপরীতে ফ্রান্সের শট সংখ্যাও ছিল সমান। তবে গোলের সুযোগ তৈরির দিক দিয়ে ফ্রান্সকে পেছনে ফেলে রোনালদোরা।

ব্রুনো ফার্নার্ন্দাজে- বার্নার্দো সিলভারা মিলে যেখানে গোলের সুযোগ তৈরি করেছিল ১০টি সেখানে পল পগবা, এনগোলো কান্তে এবং র‍্যাবিওটরা তৈরি করেছিলেন ৮টি। গোলের বড় সুযোগ পর্তুগালের একটির বিপরীতে শূন্যতেই থেমেছে পল পগবারা।

দ্বিতীয়ার্ধেই রোনালদোরা গোলের বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে। অন্যদিকে গ্রিজম্যান-এমবাপেরাও বেশ কিছু সুযোগ হাতছাড়া করলে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র’তেই শেষ হয় দুই দলের লড়াই।

এই ড্র’তে সমান তিন ম্যাচে সমান ৭ পয়েন্ট পর্তুগাল ও ফ্রান্সের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল শীর্ষে অবস্থান করছে আর দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফ্রান্স-পর্তুগাল লড়াই গোলশূন্য ড্র

পোস্ট হয়েছে : ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: ফ্রান্স ও পর্তুগালের হাই ভোল্টেজ এম্যাচকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল সম্প্রতি সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে। অন্যদিকে তারকায় ভরা ফ্রান্স দল আছে অকল্পনীয় ফর্মে।

ম্যাচের ২০ মিনিট অতিক্রম করতেই ফ্রান্সের রক্ষণকে চেপে ধরে পর্তুগাল। আর দরুণ ম্যাচের ২৪ মিনিটে গোলের দুর্দান্ত সুযোগ আসে পর্তুগিজদের সামনে তবে লুকাস হার্নান্দেজের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে এ যাত্রায় রক্ষা পায় ফ্রান্স।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে গোলের বেশ কাছেই পৌঁছে গিয়েছিল পর্তুগাল তবে জাও ফেলিক্স বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হলে এ যাত্রায়ও রক্ষা পায় ফ্রান্স। তবে জাও ফেলিক্স বলটিতে পা না ছোঁয়ালেই বরংচ গোলের আরও বড় সুযোগ পেত পর্তুগিজরা।

দুর্দান্ত এই ম্যাচে প্রায় ৫১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল পর্তুগিজরা। আর ৪৯ শতাংশ বল ছিল ফ্রান্সের দখলে। আর ম্যাচজুড়ে গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও ফ্রান্সকে পেছনে ফেলেছে রোনালদোরা।

রোনালদোদের ১০টি গোল অভিমুখে শটের বিপরীতে ফ্রান্সের শট সংখ্যাও ছিল সমান। তবে গোলের সুযোগ তৈরির দিক দিয়ে ফ্রান্সকে পেছনে ফেলে রোনালদোরা।

ব্রুনো ফার্নার্ন্দাজে- বার্নার্দো সিলভারা মিলে যেখানে গোলের সুযোগ তৈরি করেছিল ১০টি সেখানে পল পগবা, এনগোলো কান্তে এবং র‍্যাবিওটরা তৈরি করেছিলেন ৮টি। গোলের বড় সুযোগ পর্তুগালের একটির বিপরীতে শূন্যতেই থেমেছে পল পগবারা।

দ্বিতীয়ার্ধেই রোনালদোরা গোলের বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে। অন্যদিকে গ্রিজম্যান-এমবাপেরাও বেশ কিছু সুযোগ হাতছাড়া করলে শেষ পর্যন্ত গোল শূন্য ড্র’তেই শেষ হয় দুই দলের লড়াই।

এই ড্র’তে সমান তিন ম্যাচে সমান ৭ পয়েন্ট পর্তুগাল ও ফ্রান্সের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল শীর্ষে অবস্থান করছে আর দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: