ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউনুস আলী আকন্দকে জরিমানাসহ ৩ মাসের অব্যহতি

  • পোস্ট হয়েছে : ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক:সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিন মাস সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্রাকটিস করতে নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ।

একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে সর্বোচ্চ আদালত। এ আদেশের ফলে তিনমাস ইউনুস আলী আকন্দ ওকালতি করতে পারবেন না।

সোমবার (১২ অক্টবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেশ। কোনো আইনজীবীকে দেওয়া এটি দেশের প্রথম সাজা।

জানা গেছে, আইনজীবী ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করেন। সেটি আমলে নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন। তবে, ইউনুস আলী আর কোনদিন এমন কাজ করবেননা বলে মুচলেকাও দেন। তবে আপিল বিভাগ তা নাকচ করে দেন।

এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি আইনজীবীদের জন্য একটি সতর্কবার্তা। ভবিষ্যতে কোনও আইনজীবী যেন বিচারবিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি না করে এটি তার উদাহরণ হয়ে থাকবে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান বলেন, আমার জানা মতে, সুপ্রিম কোর্টের ইতিহাসে আইনজীবীর বিষয়ে এমন রায় এর আগে হয়েছে বলে নজির নেই।

উল্লেখ্য, বিচার বিভাগ নিয়ে ফেসবুকে ‘বিরূপ মন্তব্য’ করায় গত ১২ আগস্ট আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন আপিল বিভাগ।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউনুস আলী আকন্দকে জরিমানাসহ ৩ মাসের অব্যহতি

পোস্ট হয়েছে : ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক:সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিন মাস সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্রাকটিস করতে নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ।

একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে সর্বোচ্চ আদালত। এ আদেশের ফলে তিনমাস ইউনুস আলী আকন্দ ওকালতি করতে পারবেন না।

সোমবার (১২ অক্টবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেশ। কোনো আইনজীবীকে দেওয়া এটি দেশের প্রথম সাজা।

জানা গেছে, আইনজীবী ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করেন। সেটি আমলে নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন। তবে, ইউনুস আলী আর কোনদিন এমন কাজ করবেননা বলে মুচলেকাও দেন। তবে আপিল বিভাগ তা নাকচ করে দেন।

এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, এটি আইনজীবীদের জন্য একটি সতর্কবার্তা। ভবিষ্যতে কোনও আইনজীবী যেন বিচারবিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি না করে এটি তার উদাহরণ হয়ে থাকবে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান বলেন, আমার জানা মতে, সুপ্রিম কোর্টের ইতিহাসে আইনজীবীর বিষয়ে এমন রায় এর আগে হয়েছে বলে নজির নেই।

উল্লেখ্য, বিচার বিভাগ নিয়ে ফেসবুকে ‘বিরূপ মন্তব্য’ করায় গত ১২ আগস্ট আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন আপিল বিভাগ।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: