আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পায়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে লোকসভা অধিবেশন শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদী বলেন, বিশজুড়ে ভারতের প্রভাব বাড়ছে। গত বছরের জি-২০ সম্মেলন তার বড় একটি উদাহরণ। আমাদের (বিজেপির) তৃতীয় মেয়াদে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এটাই আমার গ্যারান্টি।
প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদের কথা শুনে একটা জিনিস স্পষ্ট যে তারা লম্বা সময় ধরে বিরোধী আসনে থাকার সংকল্প করে ফেলেছে। লক্ষ্য করছি, এখন বিরোধীরা ভোটে লড়ার উত্সাহও হারিয়ে ফেলেছে।
‘পরিশ্রম করে নতুন কিছু বের করে আনুন। মানুষকে যদি নতুন কিছু দিতে পারতেন, তাহলেও হতো। কিন্তু আপনারা (বিরোধী দলগুলো) সেখানেও ব্যর্থ। আর বিপক্ষের এই অবস্থার কারণে সবচেয়ে বেশি দায়ী কংগ্রেস। দশ বছর কম সময় নয়। কংগ্রেসের হাতে এক শক্তিশালী বিরোধী হওয়ার সুযোগ ছিল। সভায় অনেক তরুণ নেতাও ছিলেন। কিন্তু তারা বললে তাদের ইমেজে বেড়ে যাবে এটা ভেবে সংসদ চলতেই দেওয়া হয় না। ’
মোদী বলেন, গোটা দেশ পরিবারতন্ত্রের জন্য যে মূল্য চুকিয়েছে তা বিরাট। সরকার যা-ই করে, কংগ্রেস তা বাতিল করে দেয়। আমি বলি আত্মনির্ভর ভারত, কংগ্রেস বলে বাতিল! যা বলি, তা-ই বাতিল! এটা মোদীর অভিজ্ঞতা নয়, গোটা দেশের অভিজ্ঞতা। এত বিদ্বেষ কতদিন ধরে রাখবেন?’
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, আমরা যখন বলি, ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে, তখন কংগ্রেস দাবি করে, এটা কোনো বড় ব্যাপার নয়; ভারত এমনিতেই বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর একটি হয়ে উঠবে। তাদের কথায় আমি বোকা বনে যাই।
‘আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আপনা-আপনি তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা সম্ভব নয়। তারা (কংগ্রেস) এখনো ভারতকে ১১তম অর্থনীতির দেশ হিসেবেই দেখতে চায়। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে হলে চেষ্টা করতে হবে ও এক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে। আর ওই ভূমিকা কেমন হবে, তা আমাদের তৃতীয় মেয়াদে সবাই দেখবে।’
মোদী আরও বলেন, ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় এলাম, সেসময় ভারত বিশ্বের এগারো বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। সেখান থেকে আমরা এই পর্যন্ত এসেছি। ভারত এখন বিশ্বের প্রথম ৫ থেকে ৬টি অর্থনীতির মধ্যে একটি। আমরা করতে পেরেছি কারণ, আমরা জানি যে ভারতের কী পরিমাণ সম্ভাবনা ও সম্পদ রয়েছে।
সূত্র: এনডিটিভি, জি টিভি
বিজনেস আওয়ার/বিএইচ