বিনোদন ডেস্ক: মায়ের অসুস্থতার কারণে আমেরিকা থেকে দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। গত ৯ অক্টোবর ঢাকায় নামেন শ্রাবন্তী। এখন তিনি আছেন বগুড়ায়, গ্রামের বাড়িতে। তার মা সেখানেই থাকেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবন্তী নিজেই।
জানা গেছে, শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা অনেকদিন ধরেই লিভার সিরোসিস ও ডায়াবেটিসে আক্রান্ত। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেই সংবাদ পেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন এই তারকা।
এ প্রসঙ্গে শ্রাবন্তী জানান, মা অনেক আগে থেকেই ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন। এখন শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। মায়ের অসুখ। তাই মায়ের পাশে থাকতেই তার দেশে ফেরা। মা এখন বগুড়ার বারডেম হাসপাতালে আছেন। গতকাল (১১ অক্টোবর) তাকে সেখানে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, একসময় মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই তারকা। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে প্রশংসিতও হন তিনি। বর্তমানে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করছেন।
বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ