বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানানো হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮০.৮ টাকা। আর বুধবার (৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২৫৪.৪ টাকায় উন্নীত হয়। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর ৭৩.০৬ টাকা বেড়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: