ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির পেসার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে জাসপ্রিত বুমরাহ

  • পোস্ট হয়েছে : ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 88

বিজনেস আওয়ার ডেস্ক: প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নাম লেখালেন জাসপ্রিত বুমরাহ। আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে নিজের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। এর আগে র‍্যাংকিংয়ে সর্বোচ্চ তৃতীয় স্থানে উঠতে পেরেছেন ডানহাতি ভারতীয় পেসার।

এর আগে ভারতীয় পেসার হিসেবে আইসিসির র‍্যাংকিংয়ে সর্বোচ্চ দ্বিতীয়স্থানে উঠেছিলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার কপিল দেব। ১৯৭৯ সাল থেকে ১৯৮০ সালে এই স্থানে দখলে ছিলেন কপিল। বুমরাহ ছাড়াও এর আগে আইসিসির র‍্যাংকিংয়ে ভারতীয় পেসার হিসেবে তৃতীয়স্থানে ছিলেন জহির খান। সেটা ২০১০ সালের অক্টোবর-নভেম্বর মাসে।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দারুণ বল করছেন বুমরাহ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তমে দুর্দান্ত পারফর্ম করে হয়েছেন ম্যাসসেরা। এই ম্যাচে ৯১ রান খরচায় মোট ৯ উইকেট শিকার করেছেন বুমরাহ। এর মধ্যে প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন তিনি।

এ ম্যাচের মাধ্যমে মাত্র ৩৪ ম্যাচ খেলে ১০টি ‘ফাইফার’ (এক ম্যাচে ৫ উইকেট) পূর্ণ করেছেন বুমরাহ। এছাড়া প্রথম ভারতীয় বোলার হিসেবে দ্রুততম ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইসিসির পেসার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে জাসপ্রিত বুমরাহ

পোস্ট হয়েছে : ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: প্রথম ভারতীয় পেসার হিসেবে আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে নাম লেখালেন জাসপ্রিত বুমরাহ। আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে নিজের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। এর আগে র‍্যাংকিংয়ে সর্বোচ্চ তৃতীয় স্থানে উঠতে পেরেছেন ডানহাতি ভারতীয় পেসার।

এর আগে ভারতীয় পেসার হিসেবে আইসিসির র‍্যাংকিংয়ে সর্বোচ্চ দ্বিতীয়স্থানে উঠেছিলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার কপিল দেব। ১৯৭৯ সাল থেকে ১৯৮০ সালে এই স্থানে দখলে ছিলেন কপিল। বুমরাহ ছাড়াও এর আগে আইসিসির র‍্যাংকিংয়ে ভারতীয় পেসার হিসেবে তৃতীয়স্থানে ছিলেন জহির খান। সেটা ২০১০ সালের অক্টোবর-নভেম্বর মাসে।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দারুণ বল করছেন বুমরাহ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশাখাপত্তমে দুর্দান্ত পারফর্ম করে হয়েছেন ম্যাসসেরা। এই ম্যাচে ৯১ রান খরচায় মোট ৯ উইকেট শিকার করেছেন বুমরাহ। এর মধ্যে প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন তিনি।

এ ম্যাচের মাধ্যমে মাত্র ৩৪ ম্যাচ খেলে ১০টি ‘ফাইফার’ (এক ম্যাচে ৫ উইকেট) পূর্ণ করেছেন বুমরাহ। এছাড়া প্রথম ভারতীয় বোলার হিসেবে দ্রুততম ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বিজনেস আওয়ার/বিএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: