আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার ঘোষণা করেছে ইরান। শর্তসাপেক্ষে গত ৪ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা পাচ্ছেন ভারতের নাগরিকরা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) ইরানি দূতাবাসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের পর্যটকরা এখন ভিসা ছাড়াই সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরান ভ্রমণ করতে পারছেন।
তবে, এর জন্য চারটি শর্ত রয়েছে- প্রথমত, সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের প্রতি ছয় মাসে একবার ভিসা ছাড়াই ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ১৫ দিন অবস্থান করা যাবে এবং এর সময়কাল বাড়ানো যাবে না।
দ্বিতীয়ত, ভিসামুক্ত প্রবেশাধিকারের নিয়মটি শুধু পর্যটনের উদ্দেশ্যে ইরানে প্রবেশকারী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে।
তৃতীয়ত, ভারতীয়রা যদি ১৫ দিনের বেশি সময়ের জন্য ইরানে থাকতে চান বা ছয় মাসের মধ্যে একাধিকবার প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই ভিসা নিতে হবে।
চতুর্থত, ভিসামুক্ত নিয়মটি বিশেষভাবে আকাশপথে ইরানে প্রবেশকারী ভারতীয়দের জন্য প্রযোজ্য হবে।
গত কয়েক মাসে বেশ কয়েকটি দেশ ভারতীয় পর্যটকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কাও ভারতীয় পর্যটকদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে। এই তালিকায় সবশেষ যুক্ত হলো ইরান।
গত ডিসেম্বরে একসঙ্গে ৩৩টি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। সেগুলো হলো- ভারত, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সিশেলস, ইন্দোনেশিয়া, দারুসসালাম, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনিজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং বেলারুশ।
বিজনেস আওয়ার/বিএইচ