স্পোর্টস ডেস্ক: চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে বেলজিয়াম ফরোয়ার্ডকে দলে আনলেও ইনজুরিতে মৌসুমের অধিকাংশ সময়ই বাইরে ছিলেন এডেন হ্যাজার্ড। চলতি মৌসুমেও এখনও মাঠে দেখা যায়নি তাকে। তাই হ্যাজার্ডকে অর্ধেক দামে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। তবে চলতি মৌসুমে নয়।
জানা গেছে, আগামী মৌসুমে ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে তাকে ছেড়ে দিয়ে পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে পারে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে অর্ধেক দামে অর্থাৎ ৫৫ মিলিয়ন ইউরোয় ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। সংবাদ মাধ্যম ডন ব্যালন এমনই দাবি করেছে।
গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কোন ফুটবলার দলে ভেড়ায়নি রিয়াল। শুধু ধার থেকে ফিরিয়ে এনেছে ওডেগার্ড-ওদ্রিওজলাদের। ওদিকে রিয়াল ছেড়ে দিয়েছে গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজদের। এখন রিয়াল তরুণ ভিনিসিয়াস, মার্কো অ্যাসেনসিও, ফেদে ভালভার্দেদের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছে।
ওই তরুণরা যদি দায়িত্ব নিতে না পারে। চলতি মৌসুমের শুরুর ক’ ম্যাচ রিয়াল মাদ্রিদে যেভাবে ভুগেছে, একই অবস্থা যদি থাকে। তাহলে আগামী মৌসুমে আঁটঘাট বেধে দলবদলের বাজারে নামতে হবে রিয়ালের। সেক্ষেত্রে হ্যাজার্ডকে ছেড়ে এমবাপ্পেকে দলে আনা।
যদিও এমবাপ্পেকে দলে পেতে মোটা অঙ্কের অর্থ নিয়ে মুখিয়ে আছে লিভারপুল। এছাড়া রিয়াল করিম বেনজেমার বিকল্প কিংবা তাকে ছেড়ে দিয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে আরর্লিং হ্যালন্ডকে দলে আনতে পারে।
বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ