বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি (রোববার) থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সিমটেক্স সর্বশেষ হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে মর্মে রিপোর্ট দেওয়ার পর ডিএসই ক্যাটাগরি পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে।
বিধি অনুসারে, কোনো কোম্পানিকে এ ক্যাটাগরিতে থাকতে হলে কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ দিতে হয়। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ বছরের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং বাকী ৬ শতাংশ বোনাস।
বিজনেস আওয়ার/বিএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: