বিজনেস আওয়ার প্রতিবেদক: ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতারা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আমার বাবা একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। আমিও একজন মুক্তিযোদ্ধার মতো বাঁচতে চাই। আমরা আর কোনো অন্যায় বরদাস্ত করবো না। এ সরকারকে আমাদের সরাতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।
এ সময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে অংশ নেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, বিএনপি নেতা ইরফান ইবনে আমান, শাকিব প্রমুখ।
বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/এ