ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউসিবির ২০ বীমায় মার্জিন বন্ধের সিদ্ধান্ত : বাজারে গুজব বিএসইসি পুরো বীমা খাতে স্থগিত করবে

  • পোস্ট হয়েছে : ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • 81

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বীমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে পুরো শেয়ারবাজারে ছড়িয়ে পড়ে বীমা খাতের কোম্পানিতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে গুজবে সোমবার (১২ অক্টোবর) শেয়ারবাজারে বড় নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন সব বীমা কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে।

ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের বীমা খাতের ২০টি কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত সোমবার সকালেই পুরো শেয়ারবাজারে পৌছে যায়। তবে খবরটি আরও অতিরঞ্জিত হয়ে বাজারে ছড়িয়ে পড়ে। পুরো বীমা খাতের শেয়ারে বিএসইসি মার্জিন ঋণ নিষিদ্ধ করবে বলে খবর ছড়ায়। যার কোন ভিত্তি নেই।

এদিন বীমা খাত নিয়ে এমন গুজব বাজারে ছড়ানোর পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। সবাই সবার বীমা কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এক পর্যায়ে পুরো বীমা খাতের শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে। একইসঙ্গে বীমা খাতের এই আতঙ্ক শেয়ারবাজারের অন্যসব খাতেও প্রভাব ফেলে। বিশেষ করে গত কয়েকদিন ধরে বাড়তে থাকা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে।

এ বিষয়ে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা বিজনেস আওয়ারকে বলেন, এই ২০টি বীমা কোম্পানির শেয়ারকে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তাই আমাদের গ্রাহকদের ঝুঁকি কমানোর জন্য এই শেয়ারগুলোতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকের ঝুঁকি কমানো আমাদের নৈতিক দায়িত্ব। তবে কেউ একান্তই এইসব শেয়ারে মার্জিন নিতে চাইলে, তাকে কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করার জন্য বলা হয়েছে। এই সিদ্ধান্ত আমরা আমাদের গ্রাহকদের জানিয়েছি। তবে যারা পুরো বীমা খাতের শেয়ারে মার্জিন বন্ধ হচ্ছে বলে বাজারে গুজব ছড়িয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত।

সংবাদ প্রকাশের পরের দিন তিনি ফোন দিয়ে বিজনেস আওয়ারকে বলেন, আপনাদের নিউজটা দেখলাম। ওখানে ছোট একটা বিষয় পরিস্কার করা দরকার বলে মনে হচ্ছে। আমাদের নন মার্জিন তালিকায় ১০৫টি কোম্পানি আছে। এরমধ্যে ইন্স্যুরেন্সও আছে। গ্রাহকের ঝুঁকি কমানোর জন্য ম্যানেজমেন্ট ডিসক্রিশন বলি। গতকাল আমাদের সাথে কথা বলে ২৯জন গ্রাহক বীমার শেয়ার কিনেছেন। যার পরিমাণ ১ কোটি ৯৭ লাখ টাকা। এটা গতকালকের মার্জিন ঋণ। লোন দেওয়া কিন্তু বন্ধ নাই।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, কমিশন বীমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি এবং চিন্তাভাবনাও করেনি। তবে একটি হাউজ মার্জিন দেওয়া, না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ঝুঁকিপূর্ণ মনে করলে মার্জিন নাও দিতে পারে। কারন ওই মার্জিনে গ্রাহকের সঙ্গে সঙ্গে তার অর্থেরও ঝুঁকি আছে। তবে কমিশনের বেধে দেওয়া সীমার থেকে বেশি মার্জিন দিতে পারবে না।

সোমবার মিউচ্যুয়াল ফান্ড খাতের ৯৭ শতাংশ এবং বীমা খাতের ৯৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে মিউচ্যুয়াল ফান্ড খাতের ১টির দর বাড়লেও বীমা খাতের উত্থান শূন্য।

এদিন বীমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ার দর কমেছে। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানি। শেয়ার দর কমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০.৮০ টাকা কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ টাকা কমেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬.৮০ টাকা কমেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।

আজ মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি কোম্পানির মধ্যে ৩৬টির বা ৯৭ শতাংশের ইউনিট দর কমেছে। এখাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১.১০ টাকা করে ইউনিট দর কমেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা করে কমেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৮০ টাকা করে ইউনিট্ দর কমেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এদিন এখাতের একমাত্র রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ০.৩০ টাকা বেড়েছে।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

3 thoughts on “ইউসিবির ২০ বীমায় মার্জিন বন্ধের সিদ্ধান্ত : বাজারে গুজব বিএসইসি পুরো বীমা খাতে স্থগিত করবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউসিবির ২০ বীমায় মার্জিন বন্ধের সিদ্ধান্ত : বাজারে গুজব বিএসইসি পুরো বীমা খাতে স্থগিত করবে

পোস্ট হয়েছে : ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বীমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে পুরো শেয়ারবাজারে ছড়িয়ে পড়ে বীমা খাতের কোম্পানিতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে গুজবে সোমবার (১২ অক্টোবর) শেয়ারবাজারে বড় নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন সব বীমা কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে।

ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের বীমা খাতের ২০টি কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত সোমবার সকালেই পুরো শেয়ারবাজারে পৌছে যায়। তবে খবরটি আরও অতিরঞ্জিত হয়ে বাজারে ছড়িয়ে পড়ে। পুরো বীমা খাতের শেয়ারে বিএসইসি মার্জিন ঋণ নিষিদ্ধ করবে বলে খবর ছড়ায়। যার কোন ভিত্তি নেই।

এদিন বীমা খাত নিয়ে এমন গুজব বাজারে ছড়ানোর পরেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। সবাই সবার বীমা কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এক পর্যায়ে পুরো বীমা খাতের শেয়ার ক্রেতা শূন্য হয়ে পড়ে। একইসঙ্গে বীমা খাতের এই আতঙ্ক শেয়ারবাজারের অন্যসব খাতেও প্রভাব ফেলে। বিশেষ করে গত কয়েকদিন ধরে বাড়তে থাকা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে।

এ বিষয়ে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা বিজনেস আওয়ারকে বলেন, এই ২০টি বীমা কোম্পানির শেয়ারকে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তাই আমাদের গ্রাহকদের ঝুঁকি কমানোর জন্য এই শেয়ারগুলোতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকের ঝুঁকি কমানো আমাদের নৈতিক দায়িত্ব। তবে কেউ একান্তই এইসব শেয়ারে মার্জিন নিতে চাইলে, তাকে কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করার জন্য বলা হয়েছে। এই সিদ্ধান্ত আমরা আমাদের গ্রাহকদের জানিয়েছি। তবে যারা পুরো বীমা খাতের শেয়ারে মার্জিন বন্ধ হচ্ছে বলে বাজারে গুজব ছড়িয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত।

সংবাদ প্রকাশের পরের দিন তিনি ফোন দিয়ে বিজনেস আওয়ারকে বলেন, আপনাদের নিউজটা দেখলাম। ওখানে ছোট একটা বিষয় পরিস্কার করা দরকার বলে মনে হচ্ছে। আমাদের নন মার্জিন তালিকায় ১০৫টি কোম্পানি আছে। এরমধ্যে ইন্স্যুরেন্সও আছে। গ্রাহকের ঝুঁকি কমানোর জন্য ম্যানেজমেন্ট ডিসক্রিশন বলি। গতকাল আমাদের সাথে কথা বলে ২৯জন গ্রাহক বীমার শেয়ার কিনেছেন। যার পরিমাণ ১ কোটি ৯৭ লাখ টাকা। এটা গতকালকের মার্জিন ঋণ। লোন দেওয়া কিন্তু বন্ধ নাই।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বলেন, কমিশন বীমা খাতের শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করার কোন সিদ্ধান্ত নেয়নি এবং চিন্তাভাবনাও করেনি। তবে একটি হাউজ মার্জিন দেওয়া, না দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ঝুঁকিপূর্ণ মনে করলে মার্জিন নাও দিতে পারে। কারন ওই মার্জিনে গ্রাহকের সঙ্গে সঙ্গে তার অর্থেরও ঝুঁকি আছে। তবে কমিশনের বেধে দেওয়া সীমার থেকে বেশি মার্জিন দিতে পারবে না।

সোমবার মিউচ্যুয়াল ফান্ড খাতের ৯৭ শতাংশ এবং বীমা খাতের ৯৬ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে মিউচ্যুয়াল ফান্ড খাতের ১টির দর বাড়লেও বীমা খাতের উত্থান শূন্য।

এদিন বীমা খাতের ৪৮টি কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ার দর কমেছে। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানি। শেয়ার দর কমা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০.৮০ টাকা কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৭ টাকা কমেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬.৮০ টাকা কমেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।

আজ মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি কোম্পানির মধ্যে ৩৬টির বা ৯৭ শতাংশের ইউনিট দর কমেছে। এখাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১.১০ টাকা করে ইউনিট দর কমেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা করে কমেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৮০ টাকা করে ইউনিট্ দর কমেছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এদিন এখাতের একমাত্র রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ০.৩০ টাকা বেড়েছে।

বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: