বিনোদন ডেস্ক :দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। শনিবার (১০ ফেব্রুয়ারি) নতুন সিনেমা ‘রঙ্গনা’র মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সিনেমাটিতে শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে। বলা হচ্ছে, টলিউডের জনপ্রিয় কোনো তারকাকে দেখা যাবে।
শাবনূরের নায়কের নাম প্রকাশ না করা হলেও বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সিনেমা পাড়ায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎকে দেখা যাবে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি নির্মাতা।
শাবনূর বলেন, ‘এ সিনেমার জন্য আমার দেশে আসা। অস্ট্রেলিয়া থাকাকালীন সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে, মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি।’
বাংলা সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা আরো বলেন, ‘এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি।’
পরিচালক আরাফাত বলেন, ‘‘রঙ্গনা’ সিনেমা আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবে। এ সিনেমা আপনাদের হতাশ করবে না ইনশাআল্লাহ।’’
‘কিছু লোক বাংলাদেশের সিনেমাপ্রেমী ও আমার প্রযোজককে নানারকম মিথ্যাচারে কনফিউজড করে তুলেছে। তাদের এসব আচরণ আমাকে দিন দিন আরো সাহসী করে তুলছে।’ বলেন আরাফাত।
এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস ‘রঙ্গনা’ বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেন, তখন তার ওপর নানা বাধা আসে। এ সিনেমায় সেই চিত্র দেখা যাবে।’’
‘রঙ্গনা’ প্রযোজক জানান, বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে।
একই দিনে নতুন আরো এক সিনেমার নাম ঘোষণা করা হয়। প্রযোজনা সংস্থা এমএস ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ‘এখনো ভালবাসি’ শিরোনামে সিনেমা। এটিও পরিচালনা করবেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন।
বিজনেস আওয়ার/এএইচএ