ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বকেয়া চাওয়ায় ক্যান্টিন মালিকের দাঁড়ি ছিঁড়লেন ছাত্রলীগ নেতা

  • পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 75

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মাস্টারদা সূর্যসেন হল ক্যান্টিনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আরাফাত হোসাইন অভি। তিনি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। রাজনীতিতে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। ভুক্তভোগী ক্যান্টিন মালিকের নাম ফাহিম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনে দুপুরে খাবার খেতে গেলে বকেয়া টাকা চান ক্যান্টিন মালিক ফাহিম। এটা শুনেই ক্ষেপে যান আরাফাত। ক্যান্টিন মালিক ফাহিমকে কিল ঘুষি মারেন এবং দাড়ি ছিড়ে ফেলেন। পরে হলের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ছিড়া দাড়ি হাতে নিয়ে হল প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করতে গেছেন ক্যান্টিন মালিক।

এ বিষয়ে ভুক্তভোগী ক্যান্টিন মালিক ফাহিম হোসেন জানান, ঘটনার দিন প্রচুর ভিড় ছিল তার ক্যান্টিনে। সে সময় হঠাৎ খাবার নিয়ে যান অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভি। তখন অভির কাছে বাকি টাকা চাইলে চলে যান তিনি । কিছুক্ষণ পর ক্যাশ কাউন্টার থেকে উঠিয়ে দাড়ি ধরে মারধর ও গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। সে যত বড় নেতাই হোক না কেন। ক্যান্টিন মালিক যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।

সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বকেয়া চাওয়ায় ক্যান্টিন মালিকের দাঁড়ি ছিঁড়লেন ছাত্রলীগ নেতা

পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মাস্টারদা সূর্যসেন হল ক্যান্টিনে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আরাফাত হোসাইন অভি। তিনি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। রাজনীতিতে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। ভুক্তভোগী ক্যান্টিন মালিকের নাম ফাহিম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনে দুপুরে খাবার খেতে গেলে বকেয়া টাকা চান ক্যান্টিন মালিক ফাহিম। এটা শুনেই ক্ষেপে যান আরাফাত। ক্যান্টিন মালিক ফাহিমকে কিল ঘুষি মারেন এবং দাড়ি ছিড়ে ফেলেন। পরে হলের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ছিড়া দাড়ি হাতে নিয়ে হল প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করতে গেছেন ক্যান্টিন মালিক।

এ বিষয়ে ভুক্তভোগী ক্যান্টিন মালিক ফাহিম হোসেন জানান, ঘটনার দিন প্রচুর ভিড় ছিল তার ক্যান্টিনে। সে সময় হঠাৎ খাবার নিয়ে যান অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভি। তখন অভির কাছে বাকি টাকা চাইলে চলে যান তিনি । কিছুক্ষণ পর ক্যাশ কাউন্টার থেকে উঠিয়ে দাড়ি ধরে মারধর ও গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। সে যত বড় নেতাই হোক না কেন। ক্যান্টিন মালিক যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।

সূর্য সেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: