বিজনেস আওয়ার প্রতিবেদক : ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজার থেকে উচ্চ দরে শেয়ার ইস্যু করে এনভয় টেক্সটাইল। তবে এখন সেই কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয় মাত্র ৫ শতাংশ বা ৫০ পয়সা।
কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে আসে। এ কোম্পানিটি আইপিওতে প্রতিটি শেয়ার ৩০ টাকা করে ইস্যু করে। এতে প্রতিটি শেয়ারে প্রিমিয়াম সংগ্রহ করে ২০ টাকা। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় মাত্র ৫ শতাংশ বা শেয়ারপ্রতি ৫০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। যা ইস্যু মূল্য বিবেচনায় ২ শতাংশেরও কম বা ১.৬৭ শতাংশ।
এনভয় টেক্সটাইলের আইপিও পূর্ব ২০১০-১১ অর্থবছরের ৪.৪২ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে নেমে এসেছে ১.৬৩ টাকায়।
এই ইপিএসে কোম্পানিটির ১৬ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা ছিল। কিন্তু কোম্পানির পর্ষদ শুধুমাত্র ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৩০.৬৭ শতাংশ।
অতিরিক্ত কর প্রদানের হাত থেকে রক্ষা পেতে মুনাফার যে ৩০ শতাংশ লভ্যাংশ প্রদানের বাধ্যবাধকতা আছে, তা থেকে রেহাই পেতে এই ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির লভ্যাংশে ধসে মঙ্গলবার (১৩ অক্টোবর) শেয়ার দরেও বড় পতনে লেনদেন হচ্ছে। এদিন সকাল ১০টা ৪৬ মিনিটে আগের দিনের থেকে ৩.৩০ টাকা বা ১১ শতাংশ দর কমে ২৬.৫০ টাকায় লেনদেন হচ্ছে।
করোনায় দেশের এ কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের শেষ প্রান্তিকে লোকসান হয়েছে। কোম্পানিটির প্রথম ৯ মাসে ইপিএস হয়েছিল ২.০৬ টাকা। যা শেষ প্রান্তিকে লোকসানের কারনে নেমে এসেছে ১.৬৩ টাকায়।
বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২০/আরএ