বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. একরামুল হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লাভেলোর এমডি একরামুল হকের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি শেয়ারের মধ্যে ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমে তিনি ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
২০২১ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির মোট শেয়ারের ৪৪.৬৫ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: