ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে ডাক পেয়ে বেজায় খুশি সালমা

  • পোস্ট হয়েছে : ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • 43

স্পোর্টস ডেস্ক: নারী আইপিএলের তৃতীয় আসরে ডাক পেয়েছেন টাইগারদের নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সে খেলবেন সালমা। আইপিএলে ডাক পেয়ে বেজায় খুশি সালমা। তিনি ঘুণাক্ষরেও ভাবেননি এত জমজমাট কোনো আসরে সুযোগ পেতে পারেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সালমা বলেছেন, নারী আইপিএলে সুযোগ পেয়েছি, এটা আমার জন্য একপ্রকার সারপ্রাইজ। তৌহিদ ভাই (বিসিবির নারী ক্রিকেটের ম্যানেজার) আমাকে খবরটি জানায়। দুই সপ্তাহ আগে তিনি আমাকে ফোন করে এটি বলেছিলেন। পুরো বিষয়টাই আমার জন্য সারপ্রাইজিং ছিলো।

করোনা লকডাউন স্থিতিশীল হওয়ার পর নিজ শহর খুলনায় অনুশীলন শুরু করেছিলেন সালমা। তবে নারী আইপিএলে সুযোগ পাওয়ার খবর জেনে গত ১১ অক্টোবর (রোববার) ঢাকায় চলে এসেছেন তিনি। এখানে আরও কিছুদিন অনুশীলন করবেন। করোনার কারণে দেয়া স্বাস্থ্য নির্দেশিকা মেনে আইপিএল খেলতে যাবেন সালমা।

সালমা বলেন, অবশ্যই এত বড় একটা আসরে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত, অনেক খুশি। গতবছর আমাদের দেশ থেকে শুধুমাত্র জাহানারা সুযোগ পেয়েছিল। এবার তারা দুজনকে নিলো, যেখানে আমি একজন। নিজের খুশিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।

আজ (মঙ্গলবার) থেকেই বিসিবির একাডেমি প্রাঙ্গণে অনুশীলন শুরুর কথা সালমার। এর আগে খুলনায় ২ মাস নিজের মতো করে অনুশীলন চালিয়েছেন তিনি। আগামীকাল (১৪ অক্টোবর) ও ১৯ অক্টোবর দুই দফা করোনা পরীক্ষা হবে সালমা ও জাহানারার। যেখানে সব ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএলে ডাক পেয়ে বেজায় খুশি সালমা

পোস্ট হয়েছে : ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: নারী আইপিএলের তৃতীয় আসরে ডাক পেয়েছেন টাইগারদের নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সে খেলবেন সালমা। আইপিএলে ডাক পেয়ে বেজায় খুশি সালমা। তিনি ঘুণাক্ষরেও ভাবেননি এত জমজমাট কোনো আসরে সুযোগ পেতে পারেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সালমা বলেছেন, নারী আইপিএলে সুযোগ পেয়েছি, এটা আমার জন্য একপ্রকার সারপ্রাইজ। তৌহিদ ভাই (বিসিবির নারী ক্রিকেটের ম্যানেজার) আমাকে খবরটি জানায়। দুই সপ্তাহ আগে তিনি আমাকে ফোন করে এটি বলেছিলেন। পুরো বিষয়টাই আমার জন্য সারপ্রাইজিং ছিলো।

করোনা লকডাউন স্থিতিশীল হওয়ার পর নিজ শহর খুলনায় অনুশীলন শুরু করেছিলেন সালমা। তবে নারী আইপিএলে সুযোগ পাওয়ার খবর জেনে গত ১১ অক্টোবর (রোববার) ঢাকায় চলে এসেছেন তিনি। এখানে আরও কিছুদিন অনুশীলন করবেন। করোনার কারণে দেয়া স্বাস্থ্য নির্দেশিকা মেনে আইপিএল খেলতে যাবেন সালমা।

সালমা বলেন, অবশ্যই এত বড় একটা আসরে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত, অনেক খুশি। গতবছর আমাদের দেশ থেকে শুধুমাত্র জাহানারা সুযোগ পেয়েছিল। এবার তারা দুজনকে নিলো, যেখানে আমি একজন। নিজের খুশিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।

আজ (মঙ্গলবার) থেকেই বিসিবির একাডেমি প্রাঙ্গণে অনুশীলন শুরুর কথা সালমার। এর আগে খুলনায় ২ মাস নিজের মতো করে অনুশীলন চালিয়েছেন তিনি। আগামীকাল (১৪ অক্টোবর) ও ১৯ অক্টোবর দুই দফা করোনা পরীক্ষা হবে সালমা ও জাহানারার। যেখানে সব ঠিক থাকলে আগামী ২১ অক্টোবর আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: