বিজনেস আওয়ার প্রতিনিধি: চট্টগ্রামের বিভিন্ন শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক গালা নাইট।
শনিবার রাতে ওয়ালটন ডিজি-টেকের বিভিন্ন পণ্যের প্রদর্শনীর পাশাপাশি আপকামিং আইটি পণ্য ও আপডেটেড টকনোলজির উপস্থাপনসহ নানা আয়োজনে এই গালা নাইট অনুষ্ঠিত হয়।
গালা নাইটের শুরুতে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তুলে ধরা হয় একটি অডিওভিজুয়াল ডকুমেন্টারির মাধ্যমে। এরপরে মাইক্রোসফট-এর আপকামিং প্রোডাক্ট সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে মাইক্রোসফট-এর প্রতিনিধি মো. আবু তাহের দুলাল।
পরে ওয়ালটন ডিজি টেক-এর উৎপাদিত ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন ধরনের আইটি পণ্যসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন ওয়ালটন ডিজিটেক-এর চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লি. এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, মেজর জেনারেল (অব.) সায়েকুজ্জামান. মাইক্রোসফট-এর প্রতিনিধি ইউসুফ ফারুক।
অনুষ্ঠানে চট্টগ্রামের ইস্পাত, প্রকৌশল, আরএমজি, টেক্সটাইল, তথ্য প্রযুক্তি, শিক্ষা, পর্যটনসহ বিভিন্ন শিল্প ও করপোরেট গ্রুপসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানের আগে অতিথিরা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের উৎপাদিত বিভিন্ন আইটি পণ্যের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিজনেস আওয়ার/এএইচএ