বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের ৩৫৬টি কোম্পানি শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। খাতগুলোর মধ্যে ৬ খাতের কোম্পানিগুলোর শেয়ার ও ইউনিট দর ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খাতগুলোর মধ্যে পাট, টেলিযোগাযোগ ও কর্পোরেট বন্ডের ১০০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৯০ শতাংশ, সিরামিক খাতে ৮০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
তিন খাতে ১০০ শতাংশ শেয়ার দর বাড়ার মধ্যে পাট খাতের ৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ টাকা বেড়েছে সোনালী আঁশের। দ্বিতীয় সর্বোচ্চ ৮.৪০ টাকা বেড়েছে জুট স্পিনার্সের ও তৃতীয় সর্বোচ্চ৬ ৩.৪০ টাকা শেয়ার দর বেড়েছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের।
টেলিযোগাযোগ খাতের ২ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৫ টাকা শেয়ার দর বেড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলের ও গ্রামীণফোনের শেয়ার দর ০.২০ টাকা বেড়েছে।
কর্পোরেট বন্ডের দুই কোম্পানির মধ্যে ২.৫০ টাকা বেড়েছে আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ও এপিএসসিএল নন-কনর্ভাটেবল অ্যান্ড ফুল্লি রিডেম্বল কুপন বিয়ারিং বন্ডের শেয়ার দর ১.৫০ টাকা বেড়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের ১০ কোম্পানির মধ্যে ৯টির বা ৯০ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ ১.৪০ টাকা বেড়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের। দ্বিতীয় সর্বোচ্চ ১.২০ টাকা করে বেড়েছে ইনটেকের ও এডিএন টেলিকমের এবং তৃতীয় সর্বোচ্চ ১.১০ টাকা শেয়ার দর বেড়েছে আইটি কনসালটেন্টসের। আজ তথ্যপ্রযুক্তি খাতে একমাত্র জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ০.২০ টাকা কমেছে।
সিরামিক খাতে ৫ কোম্পানির মধ্যে ৪টির বা ৮০ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ অর্থাৎ ২.২০ টাকা বেড়েছে মুন্নু সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা শাইনপুকুর সিরামিকের ও তৃতীয় সর্বোচ্চ ১ টাকা শেয়ার দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকের।
আজ খাদ্য ও আনুষঙ্গি খাতের ১৭টি কোম্পানির মধ্যে ১৬টির লেনদেন হয়েছে। এর মাধ্য ১২টির বা ৭৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। শেয়ার দর সর্বোচ্চ অর্থাৎ ৭.৬০ টাকা বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৫০ টাকা বেড়েছে অলিম্পিকের এবং তৃতীয় সর্বোচ্চ শেয়ার দর ৬.১০ টাকা বেড়েছে শ্যামপুর সুগারের।
বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২০/এস