বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১৫ লাখ ৪২ হাজার ৭৩৯টি শেয়ার ৪৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ৭৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ লাখ ৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বার্জার পেইন্টসের।
এছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ লাখ ৪০ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ২ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, পপুলাল লাইফ ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৬০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২ লাখ ৭৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৪ লাখ ৮৮ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮৬ হাজার টাকার, ডিবিএইচের ৪৫ লাখ টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫৫ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫৪ লাখ ১০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬ লাখ ২৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ২৯ লাখ ২৪ হাজার টাকার এবং এশিয়ার প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২০/এস