স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে নেইমারের হ্যাটট্রিকে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। শেষ দিকে ঝলসে উঠলেও পেরুর বিপক্ষে শুরুটা আশা জাগানিয়া ছিল না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
ম্যাচের ৬ মিনিটে ব্রাজিলের ভুলে এগিয়ে যায় পেরু। আন্দ্রে কারিলো দারুণ এক ভলিতে এগিয়ে নেন দলকে। ২৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। পেরুর ফাউল থেকে পাওয়া স্পট কিকের সুবাদে গোলটি করেছেন নেইমার।
৫৯ মিনিটে পেরু আবারও ব্যবধান বাড়িয়ে নিলে চিন্তার ভাঁজ পড়ে যায় ব্রাজিল শিবিরে। পেরুর হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রেনাতো তাপিয়া। ব্রাজিল ৫ মিনিট পরই সমতা আনে। ৬৪ মিনিটে নেইমারের কর্নার থেকে গোল করেন রিচার্লিসন।
৮৩ মিনিটে আরেকটি স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার। এর পর যোগ হওয়া সময়ে (৯০+৪ মিনিট) ক্যারিয়ারের ৬৪তম গোলটি করেন নেইমার। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষেই আছে ব্রাজিল।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/এ