ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা

  • পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • 42

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়ে পড়েও বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিদের জন্য এই জয় অবশ্যই বিশেষ কিছু। কারণ লা পাজে আর্জেন্টিনার সর্বশেষ জয়টা ১৫ বছর আগের।

ম্যাচের শুরুতে বলিভিয়া আধিপত্য বিস্তার করে খেলছিল। যার ফল মিলে যায় ২৪ মিনিটে। বলিভিয়াকে এগিয়ে নেন অভিজ্ঞ স্ট্রাইকার মার্তিন্স। সতীর্থের বাড়ানো পাস থেকে দারুণ এক হেডে জাল বল পাঠান তিনি।

ভাগ্য সহায় ছিল বলে প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরোনোর সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন বলিভিয়ার ডিফেন্ডার কারাসকো। কিন্তু মার্তিনেজ এগিয়ে এলে তার পায়ে লেগেই বল জড়িয়েছে জালে।

আর্জেন্টিনার আধিপত্য বিস্তার করেছে দ্বিতীয়ার্ধে। শুরুর দিকের ধার আর ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বরং ৭৯ মিনিটে জয় সূচক গোলটি খুঁজে নেয় স্ক্যালোনির দল। কোরেয়ার বাম পায়ের শট খুঁজে নেয় ঠিকানা।

প্রাণভোমরা মেসি পুরো ম্যাচে আলো ছড়ালেও স্কোর করার তুলনায় সুযোগ বানিয়ে দেওয়ার দিকেই বেশি মনোযোগী ছিলেন। এর ফলে বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন থাকলো আর্জেন্টিনার। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরেই মেসিদের অবস্থান।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিছিয়ে পড়েও বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা

পোস্ট হয়েছে : ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে পিছিয়ে পড়েও বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিদের জন্য এই জয় অবশ্যই বিশেষ কিছু। কারণ লা পাজে আর্জেন্টিনার সর্বশেষ জয়টা ১৫ বছর আগের।

ম্যাচের শুরুতে বলিভিয়া আধিপত্য বিস্তার করে খেলছিল। যার ফল মিলে যায় ২৪ মিনিটে। বলিভিয়াকে এগিয়ে নেন অভিজ্ঞ স্ট্রাইকার মার্তিন্স। সতীর্থের বাড়ানো পাস থেকে দারুণ এক হেডে জাল বল পাঠান তিনি।

ভাগ্য সহায় ছিল বলে প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরোনোর সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন বলিভিয়ার ডিফেন্ডার কারাসকো। কিন্তু মার্তিনেজ এগিয়ে এলে তার পায়ে লেগেই বল জড়িয়েছে জালে।

আর্জেন্টিনার আধিপত্য বিস্তার করেছে দ্বিতীয়ার্ধে। শুরুর দিকের ধার আর ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বরং ৭৯ মিনিটে জয় সূচক গোলটি খুঁজে নেয় স্ক্যালোনির দল। কোরেয়ার বাম পায়ের শট খুঁজে নেয় ঠিকানা।

প্রাণভোমরা মেসি পুরো ম্যাচে আলো ছড়ালেও স্কোর করার তুলনায় সুযোগ বানিয়ে দেওয়ার দিকেই বেশি মনোযোগী ছিলেন। এর ফলে বাছাইয়ে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন থাকলো আর্জেন্টিনার। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পরেই মেসিদের অবস্থান।

বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: