বিজনেস আওয়ার প্রতিবেদক: নতুন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ওয়াসিকা আয়শা খানকে অভিনন্দন জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় প্রতিমন্ত্রীর অফিসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দীন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম ও অধ্যাপক ড. রুমানা ইসলাম।
এসময় শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষে বাজার সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।
বিজনেস আওয়ার/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: