বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের ৪৭ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানির শীর্ষ চার কর্মকর্তা।
বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির চেয়ারম্যান এসএম আশরাফুল আলম তার হাতে থাকা ই-জেনারেশনের ২ লাখ ৮২ হাজার ৮০টি শেয়ার বিক্রি করবেন। এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান তার হাতে থাকা ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৬৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
কোম্পানিটির পরিচালক এবং করপোরেট পরিচালকও একচেঞ্জকে শেয়ার বিক্রির কথা জানিয়েছেন। ডিএসইর সূত্র মতে, ই-জেনারেশনের পরিচালক সাইয়্যেদা কামরুন নাহার আহমেদ তার হাতে থাকা ৬০ লাখ ৩ হাজার ২৮৩টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কোম্পানিটির করপোরেট পরিচালক ই-জেনারেশন সোসিং লিমিটেডের হাতে থাকা ৪০ লাখ ১৪ হাজার ৮২ শেয়ারের মধ্যে ২৫ লাখ শেয়ার বিক্রি করবে বলে ঢাকা স্টক একচেঞ্জকে জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক অথবা ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
বিজনেস আওয়ার/এএইচএ