ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি পর্যবেক্ষকের আতিথেয়তায় ইসির ব্যয় কোটি টাকা

  • পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 87

বিজনেস আওয়ার প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ১৯ বিদেশি পর্যবেক্ষকের আতিথেয়তায় প্রায় কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই ব্যয়ের টাকা চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় সেলের সিনিয়র সহকারী সচিব মারজান বেগম এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠান।

ইসি জানায়, গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগত বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের হোটেলে অবস্থান, আতিথেয়তা, কন্ট্রোল ও ব্রিফিং রুম স্থাপন, যাতায়াত এবং আপ্যায়নসহ অন্যান্য কার্যক্রমে ৯৮ লাখ ৬১ হাজার ৭৫৫ টাকা ব্যয় করা হয়।

জানা যায়, পর্যবেক্ষকরা পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান ও আতিথেয়তায় ব্যয় করা হয়েছে ৭ লাখ ৯৫ হাজার ৯৭৪ টাকা। এসময় হোটেলে কন্ট্রোল রুম, ব্রিফিং রুম ও মিডিয়া রুম, খাবারে খরচ হয় ১৫ লাখ ১৪ হাজার ৪২৪ টাকা। একই সঙ্গে হোটেল থেকে আগত অতিথিদের এয়ারপোর্টের বলাকা লাউঞ্জে খাবার সরবরাহ করা হয় ১ লাখ ৮০ হাজার ৬৬৫ টাকার। বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থানকালীন তাদের জন্য দুটি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করা হয়। এই দুই এজেন্সিকে গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় ৪১ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা। সেইসঙ্গে অভ্যন্তরীণ বিমান চলাচল বাবদ খরচ হয় ৫৬ হাজার ৩৯০ টাকা। অফিস ও অন্যান্য বাবদ খরচ হয় ৩ লাখ ১৭ হাজার ৮৮১ টাকা।

নির্বাচন দেখতে আসা বিদেশি পর্যবেক্ষকদের সহায়তার জন্য গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত জনপ্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭২ জন কর্মকর্তা নিয়োগ করা হয়। দায়িত্বপ্রাপ্ত এইসব কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ, প্রশিক্ষণ, আন্তঃমন্ত্রণালয়ের সভা ও আপ্যায়নের খরচ করা হয় ২২ লাখ ৫০ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ৭২ জনের দৈনিক হাজিরা ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হয় ৬ লাখ ১২ হাজার টাকা।

ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার ১৬৮টি পর্যবেক্ষক আসে। সেখানে বেশির ভাগ সাংবাদিক ও সংস্থা নিজের খরচে নির্বাচন পর্যবেক্ষণ করে। কিন্তু যারা সরকার ও ইসির আমন্ত্রণে এসেছেন তাদের খরচ সরকার বহন করে। তারমধ্য সরকার খরচ বহন করে ১৯ বিদেশি পর্যবেক্ষকের। এই তালিকায় রয়েছে চীনের ৩ জন, ভারতের ৩, মরিশাসের ২, রাশিয়ার ৩, শ্রীলঙ্কার ২, উজবিকাস্তানের ৩ ও ওআইসি ৩ জন ছিলেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মন্ত্রণালয় থেকে বিদেশি পর্যবেক্ষকদের পিছনে আপ্যায়ন ব্যয়ের একটি বিল পাঠানো হয়েছে। কিন্তু নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের খরচ আমরা বহন করবো না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিদেশি পর্যবেক্ষকের আতিথেয়তায় ইসির ব্যয় কোটি টাকা

পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ১৯ বিদেশি পর্যবেক্ষকের আতিথেয়তায় প্রায় কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেই ব্যয়ের টাকা চেয়ে গত ২৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় সেলের সিনিয়র সহকারী সচিব মারজান বেগম এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠান।

ইসি জানায়, গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগত বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের হোটেলে অবস্থান, আতিথেয়তা, কন্ট্রোল ও ব্রিফিং রুম স্থাপন, যাতায়াত এবং আপ্যায়নসহ অন্যান্য কার্যক্রমে ৯৮ লাখ ৬১ হাজার ৭৫৫ টাকা ব্যয় করা হয়।

জানা যায়, পর্যবেক্ষকরা পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান ও আতিথেয়তায় ব্যয় করা হয়েছে ৭ লাখ ৯৫ হাজার ৯৭৪ টাকা। এসময় হোটেলে কন্ট্রোল রুম, ব্রিফিং রুম ও মিডিয়া রুম, খাবারে খরচ হয় ১৫ লাখ ১৪ হাজার ৪২৪ টাকা। একই সঙ্গে হোটেল থেকে আগত অতিথিদের এয়ারপোর্টের বলাকা লাউঞ্জে খাবার সরবরাহ করা হয় ১ লাখ ৮০ হাজার ৬৬৫ টাকার। বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থানকালীন তাদের জন্য দুটি এজেন্সি থেকে গাড়ি ভাড়া করা হয়। এই দুই এজেন্সিকে গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয় ৪১ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা। সেইসঙ্গে অভ্যন্তরীণ বিমান চলাচল বাবদ খরচ হয় ৫৬ হাজার ৩৯০ টাকা। অফিস ও অন্যান্য বাবদ খরচ হয় ৩ লাখ ১৭ হাজার ৮৮১ টাকা।

নির্বাচন দেখতে আসা বিদেশি পর্যবেক্ষকদের সহায়তার জন্য গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত জনপ্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭২ জন কর্মকর্তা নিয়োগ করা হয়। দায়িত্বপ্রাপ্ত এইসব কর্মকর্তা কর্মচারীদের খাবার সরবরাহ, প্রশিক্ষণ, আন্তঃমন্ত্রণালয়ের সভা ও আপ্যায়নের খরচ করা হয় ২২ লাখ ৫০ হাজার ১০৮ টাকা। একই সঙ্গে ৭২ জনের দৈনিক হাজিরা ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হয় ৬ লাখ ১২ হাজার টাকা।

ইসি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার ১৬৮টি পর্যবেক্ষক আসে। সেখানে বেশির ভাগ সাংবাদিক ও সংস্থা নিজের খরচে নির্বাচন পর্যবেক্ষণ করে। কিন্তু যারা সরকার ও ইসির আমন্ত্রণে এসেছেন তাদের খরচ সরকার বহন করে। তারমধ্য সরকার খরচ বহন করে ১৯ বিদেশি পর্যবেক্ষকের। এই তালিকায় রয়েছে চীনের ৩ জন, ভারতের ৩, মরিশাসের ২, রাশিয়ার ৩, শ্রীলঙ্কার ২, উজবিকাস্তানের ৩ ও ওআইসি ৩ জন ছিলেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মন্ত্রণালয় থেকে বিদেশি পর্যবেক্ষকদের পিছনে আপ্যায়ন ব্যয়ের একটি বিল পাঠানো হয়েছে। কিন্তু নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের খরচ আমরা বহন করবো না। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: