ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে

  • পোস্ট হয়েছে : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 78

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী নির্ভর বাজার ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) নামের একটি সংগঠন।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি এ ইউ জেড প্রিন্স, নাট্যনির্মাতা সাকিল সৈকত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক এবিএম জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির প্রমুখ।

বক্তব্যে সভাপতি আজমুল জিহাদ বলেন, হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ-জনতার বাংলাদেশ স্লোগান সামনে রেখে আমরা আজ জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। আজ দ্রব্যমূল্য যেভাবে হু হু করে বাড়ছে সেখানে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এর জন্য দায়ী মুনাফালোভী সিন্ডিকেট। যারা সাধারণ মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যকে আকাশচুম্বীতে নিয়ে যাচ্ছে। এসব ব্যবসায়ীদের হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।

রমজানের ইফতারিতে আঙুর ও খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে জনগণকে আঙুর-খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন এক মন্ত্রী।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যবসায়ীদের হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে

পোস্ট হয়েছে : ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী নির্ভর বাজার ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) নামের একটি সংগঠন।

শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আজমুল জিহাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি এ ইউ জেড প্রিন্স, নাট্যনির্মাতা সাকিল সৈকত, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইন সম্পাদক এবিএম জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির প্রমুখ।

বক্তব্যে সভাপতি আজমুল জিহাদ বলেন, হটাও সিন্ডিকেট বাঁচাও দেশ-জনতার বাংলাদেশ স্লোগান সামনে রেখে আমরা আজ জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছি। আজ দ্রব্যমূল্য যেভাবে হু হু করে বাড়ছে সেখানে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এর জন্য দায়ী মুনাফালোভী সিন্ডিকেট। যারা সাধারণ মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্যকে আকাশচুম্বীতে নিয়ে যাচ্ছে। এসব ব্যবসায়ীদের হাতে সরকার থেকে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। সরকারকে এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।

রমজানের ইফতারিতে আঙুর ও খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে জনগণকে আঙুর-খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন এক মন্ত্রী।

বিজনেস আওয়ার/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: