বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল): টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গলিয়া নদীতে ভেঙ্গে পড়া ব্রীজের পুননির্মান কাজ শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ভেঙ্গে পড়া ব্রীজ কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) রাতে বালু বোঝাই একটি ড্রামট্রাক ব্রীজ অতিক্রম করার সময় ভেঙ্গে নদীতে পরে যায়। এতে করে টাঙ্গাইল জেলা সদরের সাথে বাসাইল ও সখিপুর উপজেলার সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় কয়েক লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী পাঁচ দিনের মধ্যেই ব্রীজ পুননির্মান করা সম্ভব হবে। এর পর থেকে টাঙ্গাইল জেলা সদরের সাথে বাসাইল ও সখিপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২০/টিএ/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: