ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রমজা‌নের প্রথম জুমায় ফি‌লি‌স্তিনিসহ মুস‌লিম উম্মাহর জন্য দোয়া

  • পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • 117

বিজনেস আওয়ার প্রতিবেদক: রমজা‌নের প্রথম জুমায় রাজধানীর বায়তুল মোকারর‌মে মুস‌ল্লির ঢল নে‌মে‌ছে। হাজারো মুস‌ল্লির উপ‌স্থি‌তি‌তে সম্ভবত দে‌শের সবচেয়ে বড় জুমার নামা‌জ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। নামাজ শে‌ষে নির্যা‌তিত ফি‌লি‌স্তি‌নি‌দের মুক্তি, জা‌তি ও মুস‌লিম উম্মাহর সুখ শা‌ন্তি সমৃ‌দ্ধি কামনা ক‌রে মোনাজাত করা হ‌য়ে‌ছে। মোনাজাত প‌রিচালনা ক‌রেন জাতীয় মস‌জি‌দের খ‌তিব মুফ‌তি মাওলানা রুহুল আমীন।

রমজা‌ন মা‌সের প্রথম জুমাকে কেন্দ্র ক‌রে জাতীয় মস‌জি‌দে দুপুর ১২টার ম‌ধ্যেই রাজধানীর দূর-দূরান্ত থে‌কে মুস‌ল্লিরা এসে কাতারব‌ন্দি হ‌য়ে যান। বাবার হাত ধ‌রে শিশু-কি‌শোররাও আসেন বায়তুল মোকারর‌মে। নামা‌জের আগেই বায়তুল মোকারর‌ম মস‌জি‌দের ভেত‌র-বাহির মুস‌ল্লিতে পূর্ণ হ‌য়ে যায়। এক পর্যা‌য়ে মুস‌ল্লির উপ‌স্থি‌তি মস‌জি‌দের উত্তর ও দ‌ক্ষিণ গেট ছা‌ড়ি‌য়ে সিঁড়ি ও সিঁড়ির বাইরে রাস্তায় পর্যন্ত ছা‌ড়ি‌য়ে যায়। প‌রে জায়গা না পে‌য়ে যে যেখা‌নে পে‌রে‌ছেন নামাজ আদায় ক‌রে‌ছেন।

নামা‌জ আদায় শে‌ষে একজন মুস‌ল্লি জানান, পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। আর বায়তুল মোকারর‌মে সবচেয়ে বড় জামাত হয়। রোজা রে‌খে জুমার নামা‌জে এত বড় জামা‌তে শা‌মিল হ‌তে পেরে নি‌জে‌কে সৌভা‌গ্যবান ম‌নে ক‌রছেন তিনি।

পুরান ঢাকা থে‌কে আসা এক মুসল্লি জানান, আজ‌কে বে‌শি সওয়াবের আশায় বায়তুল মোকারর‌মে জুমা পড়‌তে এসে‌ছি। নি‌জে‌র জন‌্য দোয়া ক‌রে‌ছি। মন ভ‌রে মা-বাবাসহ সক‌লের জন‌্য দোয়া ক‌রে‌ছি। আল্লাহ যেন আমা‌দের ক্ষমা ক‌রে দেন। আমা‌দের রোজা, নামাজ, এবাদত-ব‌ন্দে‌গি কবুল ক‌রেন। দেশ ও জা‌তি‌কে হেফাজত ক‌রেন।

প্রথম জুমা‌কে কেন্দ্র ক‌রে বায়তুল মোকাররম ও আশপা‌শ এলাকায় নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

বিজনেস আওয়ার/১৫ মার্চ/ জে আই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রমজা‌নের প্রথম জুমায় ফি‌লি‌স্তিনিসহ মুস‌লিম উম্মাহর জন্য দোয়া

পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: রমজা‌নের প্রথম জুমায় রাজধানীর বায়তুল মোকারর‌মে মুস‌ল্লির ঢল নে‌মে‌ছে। হাজারো মুস‌ল্লির উপ‌স্থি‌তি‌তে সম্ভবত দে‌শের সবচেয়ে বড় জুমার নামা‌জ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। নামাজ শে‌ষে নির্যা‌তিত ফি‌লি‌স্তি‌নি‌দের মুক্তি, জা‌তি ও মুস‌লিম উম্মাহর সুখ শা‌ন্তি সমৃ‌দ্ধি কামনা ক‌রে মোনাজাত করা হ‌য়ে‌ছে। মোনাজাত প‌রিচালনা ক‌রেন জাতীয় মস‌জি‌দের খ‌তিব মুফ‌তি মাওলানা রুহুল আমীন।

রমজা‌ন মা‌সের প্রথম জুমাকে কেন্দ্র ক‌রে জাতীয় মস‌জি‌দে দুপুর ১২টার ম‌ধ্যেই রাজধানীর দূর-দূরান্ত থে‌কে মুস‌ল্লিরা এসে কাতারব‌ন্দি হ‌য়ে যান। বাবার হাত ধ‌রে শিশু-কি‌শোররাও আসেন বায়তুল মোকারর‌মে। নামা‌জের আগেই বায়তুল মোকারর‌ম মস‌জি‌দের ভেত‌র-বাহির মুস‌ল্লিতে পূর্ণ হ‌য়ে যায়। এক পর্যা‌য়ে মুস‌ল্লির উপ‌স্থি‌তি মস‌জি‌দের উত্তর ও দ‌ক্ষিণ গেট ছা‌ড়ি‌য়ে সিঁড়ি ও সিঁড়ির বাইরে রাস্তায় পর্যন্ত ছা‌ড়ি‌য়ে যায়। প‌রে জায়গা না পে‌য়ে যে যেখা‌নে পে‌রে‌ছেন নামাজ আদায় ক‌রে‌ছেন।

নামা‌জ আদায় শে‌ষে একজন মুস‌ল্লি জানান, পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। আর বায়তুল মোকারর‌মে সবচেয়ে বড় জামাত হয়। রোজা রে‌খে জুমার নামা‌জে এত বড় জামা‌তে শা‌মিল হ‌তে পেরে নি‌জে‌কে সৌভা‌গ্যবান ম‌নে ক‌রছেন তিনি।

পুরান ঢাকা থে‌কে আসা এক মুসল্লি জানান, আজ‌কে বে‌শি সওয়াবের আশায় বায়তুল মোকারর‌মে জুমা পড়‌তে এসে‌ছি। নি‌জে‌র জন‌্য দোয়া ক‌রে‌ছি। মন ভ‌রে মা-বাবাসহ সক‌লের জন‌্য দোয়া ক‌রে‌ছি। আল্লাহ যেন আমা‌দের ক্ষমা ক‌রে দেন। আমা‌দের রোজা, নামাজ, এবাদত-ব‌ন্দে‌গি কবুল ক‌রেন। দেশ ও জা‌তি‌কে হেফাজত ক‌রেন।

প্রথম জুমা‌কে কেন্দ্র ক‌রে বায়তুল মোকাররম ও আশপা‌শ এলাকায় নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

বিজনেস আওয়ার/১৫ মার্চ/ জে আই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: