জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ১৭ মার্চ দিনব্যাপী বিশেষ শিশুদের জন্য জেনারেল ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট (জিডিএ) আয়োজন করেছে।
কেন এবং কখন আপনার শিশুর এই জিডিএ টেস্টটি করবেন?
১। যদি আপনার শিশু ছয় মাস বয়সে একা একা না হাসে।
২। ১২ মাস বয়সের মধ্যে আধো আধো কথা না বলে কিংবা পছন্দের কোনো কিছুর দিকে ইশারা না করে।
৩। ১৬ মাস বয়সের মধ্যে একটি শব্দ বলতে না পারে।
৪। ২৪ মাস বয়সের মধ্যে দুই বা তার বেশি শব্দ দিয়ে ভাব প্রকাশ না করে।
৫। সরাসরি চোখের দিকে না তাকায়।
৬। বয়স অনুযায়ী স্বাভাবিক আচরণ না করে।
এই লক্ষণগুলো থাকলে একজন শিশু নিউরোলজিস্ট, সাইকোলোজিস্ট ও ডেভেলপমেন্ট থেরাপিস্টের সমন্বয়ে একটি দল বিশেষ শিশুদের এই টেস্টটি করে থাকেন। তারা শিশুদের নিউরোলজিকাল ডেভেলপমেন্টের কোথায় কতটা ঘাটতি রয়েছে তা নির্ণয় করবেন।
বিজনেস আওয়ার/১৫ মার্চ/ জে আর